header banner

Temples of India: জমি সংক্রান্ত সমস্যা? জ্যোতিষ মতে এই মন্দিরে গেলেই মিলবে সমাধান

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার 'বরাহ'। সেই বরাহ অবতারের মন্দির আছে ভারতে হাতে গোনা কয়েকটি। তারমধ্যে অন্যতম কর্ণাটকের বরাহস্বামী মন্দির। কর্ণাটকের হেমবতী নদীর তীরে অবস্থিত কাল্লাহল্লি গ্রাম। সেখানেই রয়েছে ভক্তির এক অনন্য কেন্দ্র—শ্রী ভূ বরাহস্বামী মন্দির। ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার ‘বরাহ’ দেবের এই মন্দিরটি সারা বিশ্বের কাছে এক পরম আশ্চর্যের স্থল। লোক বিশ্বাস মতে, জমি সংক্রান্ত যেকোনও জটিল সমস্যার সুরাহা পেতে শেষ ভরসা এই মন্দির। এই মন্দিরের প্রধান আকর্ষণ ভগবান ভুবরহনাথস্বামীর ১৪ ফুট উচ্চতার বিশাল মূর্তি। সম্পূর্ণ বিরল কৃষ্ণশীলা বা কালো পাথর খোদাই করে এই মূর্তি তৈরি হয়েছে। ভারতে বরাহ দেবের এত বড় মূর্তি সচরাচর দেখা যায় না। এখানে প্রভুর কোল জুড়ে আসীন রয়েছেন দেবী লক্ষ্মী।

{link}

  জ্যোতিষ মতে, বরাহ অবতার রাহু এবং মঙ্গল গ্রহের অশুভ প্রভাব দূর করে। ভক্তদের বিশ্বাস, এখানে প্রার্থনা করলে নতুন বাড়ি তৈরি বা জমি কেনাবেচার বাধা নিমেষে কেটে যায়। এখানে কিছু প্রথা প্রচলিত রয়েছে। এমন অনেকেই রয়েছেন যাঁরা মন্দিরে ইট পূজা করেন। পরে সেই ইট নিজেদের বাড়ির নির্মাণ কাজে ব্যবহার করেন। এতে নাকি গৃহ নির্মাণ কাজে কোনও বাধা আসে না। এমনকী মন্দির চত্বরের পবিত্র বালি বাড়িতে রাখলে অসমাপ্ত কাজ দ্রুত শেষ হয় বলে মনে করেন এখানকার মানুষ। জমি সংক্রান্ত মামলা হোক বা আর্থিক সংকট, এগুলি দূর করতে এই মন্দির আপনাকে দর্শন করতেই হবে।

{ads}

Temple Best Temples of India Astrology Baraha Temple Bengali News Indian Temples মন্দির শ্রী ভূ বরাহস্বামী মন্দির ভগবান বিষ্ণু

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article