শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মে শিবভক্তের সংখ্যা বিপুল। বিপুল মানুষ নিত্যদিন এই দেবতার উপাসনা করে থাকেন। যদিও, প্রতি দেবদেবীর মতো মহাদেবের পুজো করারও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই নিয়মগুলি অনুসরণ করে পূজা করলে সন্তুষ্ট হয়ে থাকেন মহাদেব বলে জানিয়েছেন যোগী পুরুষরা। প্রসঙ্গত, হিন্দু ধর্মে এক এক দেবতাকে খুশি করার এক এক রকম বিধান আছে। সেই কারণেই, পূজা পদ্ধতির উপর সর্বদা বাড়তি গুরুত্ব প্রদান করা উচিত। যদিও, অনেকেই জানেন না যে, শিব পুজোয় দুর্বা ঘাস ব্যবহার করা শাস্ত্রবিরুদ্ধ। তাই শিবের পুজো করার আগে অবশ্যই মাথায় রাখুন এসব বিষয়। নাহলে সমস্যা বাড়তে পারে। পুরাণ ও শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী, ভগবান শিবের আরাধনায় দুর্বা ঘাস বা দূর্বা সম্পূর্ণ নিষিদ্ধ। গণেশ পুজোয় যেখানে দুর্বা প্রধান উপকরণ, সেখানে শিবের মাথায় এটি দেওয়া শাস্ত্র বিরুদ্ধ কাজ।
শাস্ত্র মতে, শিব হলেন ত্যাগের প্রতীক এবং তিনি অতি অল্পেই সন্তুষ্ট। তবে তাঁর পুজোয় কয়েকটি জিনিস একেবারেই ব্রাত্য। এর পেছনে রয়েছে বেশ কয়েকটি পৌরাণিক গল্পও।
{link}
কিন্তু শিব পূজায় অবশ্যই দিতে হবে -
বেলপাতা: শিবের সবথেকে প্রিয় হলো তিন পাতা বিশিষ্ট অখণ্ড বেলপাতা।
ধুতুরা ও আকন্দ: এই বুনো ফুল ও ফল শিবের অত্যন্ত পছন্দের।
ভস্ম ও গঙ্গার জল: শাস্ত্র মতে এগুলো শিবের আরাধনার মূল উপকরণ।
{ads}