header banner

Astrology: জ্যোতিষ মেনে সপ্তাহের এক একদিন এক এক রংয়ের পোশাক পরিধান করুন! মিলবে সৌভাগ্যে দিশা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারতীয় জ্যোতিষের একটা বিশেষ অঙ্গ 'রঙতত্ত্ব'। জীবনকে সুখী ও শান্তিময় করার জন্য জ্যোতিষ এক একদিন এক এক রঙের পোশাক পরার নির্দেশ দিয়েছে। প্রতিটি দিনের যেমন নিজস্ব গুরুত্ব রয়েছে, ঠিক তেমনই সব রঙেরও আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। বৈদিক জ্যোতিষে প্রতিটি দিনের নিজস্ব রঙের কথা উল্লেখ করা আছে। আপনি যদি দিন অনুসারে সেই রঙের পোশাক বেছে নেন এবং সেগুলিই সপ্তাহের সাত দিনে ঘুরিয়ে ফিরিয়ে পরেন, তাহলে তার শুভ প্রভাব আপনার উপর পড়তে বাধ্য।

সোমবার: সপ্তাহের প্রথম দিন মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত। সোমবারের গ্রহ অধিপতি হল চাঁদ, যা শীতলতার প্রতীক। তাই সোমবারে হালকা রঙের পোশাক পরলে তা আপনার চোখকে আরাম দেবে ও মনকে শান্ত করবে। সোমবারে পুরুষ ও মহিলা উভয়েরই সাদা, ক্রিম, হালকা গোলাপী, আকাশী নীল বা হালকা হলুদ রঙের পোশাক পরা উচিত।

মঙ্গলবার: মঙ্গলবার হল বজরংবলী হনুমানের দিন। মঙ্গলবারের অধিপতি গ্রহ হল মঙ্গল। এদিন উজ্জ্বল রঙের পোশাক পরুন। যেমন গেরুয়া, কমলা, গাঢ় হলুদ, লাল রঙের পোশাক মঙ্গলবারের জন্য অত্যন্ত শুভ। এই সব রং মঙ্গলবারে আপনার জীবনে পজিটিভ এনার্জি নিয়ে আসবে।

{link}

বুধবার: হিন্দুধর্ম অনুসারে বুধবার দিনটি হল গণেশের দিন। পার্বতী-নন্দন গণেশের প্রিয় রং সবুজ। এই দিনে সবুজের যে কোনও শেডের পোশাক আপনি পরতে পারেন। এই রঙের পোশাক বুধবার পরলে কোষ্ঠীতে বুধের দোষ কেটে যায় এবং জীবনের সব সমস্যা দূর হ

বৃহস্পতিবার: বৃহস্পতিবার দিনটি হল শ্রীবিষ্ণুর দিন। হলুদ বা সবুজ রঙের পোশাক এদিন পরতে পারেন। যদি আপনার হলুদ রঙের পোশাক না থাকে, তাহলে বৃহস্পতিবার বাড়ি থেকে বেরনোর আগে কপালে হলুদের টীকা লাগিয়ে নিন। এর ফলে আপনার কাজের পথে আসা সব বাধা কেটে যাবে। তারপর সুবিধে অনুসারে আপনি হলুদ পোশাক কিনে নেবেন।

শুক্রবার: শুক্রবার দিনটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত। মা লক্ষ্মীর লাল রং খুবই প্রিয়। সেই কারণে শুক্রবার লাল রঙের পোশাক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া ফুল ফুল ছাপের পোশাক এদিন পরতে পারেন। মেরুন বা ঘন নীল রঙের পোশাকও এদিন বেছে নিতে পারেন।

শনিবার: শনিবার দিনটি কর্মফবের দেবতা শনির উদ্দেশ্যে নিবেদিত। শনি মহারাজের পছন্দ কালো ও ঘন নীল রং। সেই কারণে শনিবারে কালো, গাঢ় বাদামী, ঘন নীল, পার্পল বা কফি রঙের পোশাক পরতে বলেন জ্যোতিষবিদরা।

রবিবার: রবিবার হল সূর্য দেবতার দিন। সূর্যেরও প্রিয় রং লাল। রবিবারে সব কাজে সাফল্য পেতে লাল, কমলা, হলুদ অথবা সোনালী রঙের পোশাক পরতে বলা হচ্ছে। এর ফলে কোনও কাজে আপনি বাধার মুখে পড়বেন না।

{ads}

Astrology News Dressing Sens Bengali News Astrology Update Clothing Rituals জ্যোতিষচর্চা জ্যোতিষ খবর পোশাক পরিধানের নিয়ম কোন দিন কোন পোশাক পরবেন জ্যোতিষ নিয়ম পোশাক পরিধানের নিয়ম সংবাদ

Last Updated :

Related Article

Latest Article