header banner

Upanayana Mantras: কঠিন আচার ও রীতি! উপনয়নে কোন কোন মন্ত্র ব্যবহৃত হয় জানেন?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: উপনয়ন হিন্দু ধর্মের একটি দীর্ঘদিনের প্রচলিত রীতি। কিন্তু, এই রীতিটির পদ্ধতিও অত্যন্ত কঠিন। উপনয়নের সময় একাধিক জটিল আচার পালন করতে হয়। এর মধ্যে একাধিক কঠিন মন্ত্রও রয়েছে। এই মন্ত্রগুলিও অত্যন্ত কঠিন। উপনয়নের সময় কোন কোন মন্ত্র উচ্চারণ করতে হয়? জেনে নিন-

উপনয়ন মন্ত্রের মধ্যে প্রধান হলো গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটি উপনয়ন অনুষ্ঠানে শিষ্যকে শেখানো হয় এবং এটি তাকে বেদ অধ্যয়নের জন্য প্রস্তুত করে। এছাড়া, যজ্ঞোপবীত ধারণের সময় যজ্ঞোপবীত মন্ত্রও উচ্চারণ করা হয়, যা দেবী সরস্বতী, গায়ত্রী ও সাবিত্রীর প্রতীক। 

প্রধান উপনয়ন মন্ত্র:

গায়ত্রী মন্ত্র: এটি উপনয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র। গুরু শিষ্যের হাতে এই মন্ত্রটি তুলে দেন এবং এটি তাকে ব্রহ্মচর্য বা শিক্ষা জীবনে প্রবেশের জন্য প্রস্তুত করে।

যজ্ঞোপবীত মন্ত্র: এই মন্ত্রটি যজ্ঞোপবীত বা পৈতে ধারণ করার সময় উচ্চারণ করা হয়। পৈতেতে থাকা তিনটি সূতো দেবী সরস্বতী, গায়ত্রী ও সাবিত্রীর প্রতীক। 

{link}

অন্যান্য মন্ত্র:

উদাকশান্তি মন্ত্র: উপনয়নের একদিন আগে এই মন্ত্র পাঠ করা হয়।

ত্রয়ম্বক মন্ত্র: এই মন্ত্রটি সাধারণত উপনয়নের আগের দিনে শিশুকে জোয়ার (পৈতে) পরানোর সময় উচ্চারণ করা হয়

প্রাসঙ্গিক তথ্য:

উপনয়নকে ব্রহ্মোপদেশও বলা হয়, কারণ এই অনুষ্ঠানে শিষ্যের গায়ত্রী মন্ত্রের উপদেশ দেওয়া হয়।

উপনয়নের পর ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের দ্বিজ বলা হয়। 

{ads}

Upanayana Rules Upanayan Upanayana Rituals Upanayana Details Upanayana Mantras Details Hindu Rituals উপনয়ন মন্ত্র কী উপনয়নের মন্ত্র সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article