header banner

Upanayana: হিন্দু ধর্মে উপনয়ন কী, কীভাবেই বা পালন করা হয়? জেনে নিন

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: উপনয়ন হিন্দু ধর্মের একটি পরিচিত অনুষ্ঠান। চলতি ভাষায় এটিকে পৈতে বলা হয়ে থাকে। সাধারণভাবে ব্রাহ্মণদের মধ্যেই এই রীতির প্রচলন রয়েছে। উপনয়ন হল একটি হিন্দু শিক্ষামূলক অনুষ্ঠান, যা একটি বালকের গুরু বা শিক্ষকের কাছে দীক্ষা গ্রহণকে চিহ্নিত করে। এই আচারটি সাধারণত ৫ থেকে ২৪ বছর বয়সী বালকদের জন্য হয় এবং এটি হিন্দুধর্মের ষোড়শ সংস্কারের একটি অংশ। উপনয়ন অনুষ্ঠানে, বালককে পৈতে বা যজ্ঞোপবীত ধারণ করানো হয় এবং গায়ত্রী মন্ত্রে দীক্ষিত করা হয়। 

{link}

 অর্থ: সংস্কৃত শব্দ 'উপনয়ন' এর অর্থ হল 'দীক্ষা' বা 'গ্রহন'।

 সংস্কার: এটি হিন্দুধর্মের প্রাচীন গ্রন্থে বর্ণিত ১৬টি সংস্কারের মধ্যে একটি।

 অনুষ্ঠানের উদ্দেশ্য: এই অনুষ্ঠানের মাধ্যমে একজন বালক তার ধর্মীয় সম্প্রদায়ের পূর্ণ সদস্য হিসেবে পরিচিতি লাভ করে এবং আনুষ্ঠানিকভাবে শিক্ষাজীবন শুরু করে।

 দ্বিজত্ব: উপনয়নের পর ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের 'দ্বিজ' বলা হয়, যার অর্থ 'দুইবার জাত'। এর কারণ হলো একবার মাতৃগর্ভ থেকে এবং একবার এই সংস্কারের মাধ্যমে তাদের জন্ম হয়।

 যজ্ঞোপবীত: এই অনুষ্ঠানে একটি পবিত্র সূতো বা পৈতে ধারণ করানো হয়, যা সাধারণত তিন সূতোর তৈরি এবং দেবী সরস্বতী, গায়ত্রী ও সাবিত্রীর প্রতীক হিসেবে বিবেচিত হয়। 

{ads}

Upanayana Rituals Hinduism What is Upanayana Hindu Religion Upanayana Vidhi Bengali News পৈতে উপনয়ন কী হিন্দুধর্ম

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article