header banner

Vastu Shastra: ঘরের কোন দিনে ঠাকুরের আসন থাকা উচিত? জানুন বাস্তুশাস্ত্রের নিয়ম

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মপ্রাণ মানুষদের বাড়িতে  অবশ্যই একটি ঠাকুরঘর থাকে। কিন্তু প্রশ্ন হলো কোন দিকে থাকবে সেই ঠাকুরঘর। অনেকের পক্ষে আলাদা করে হয়তো ঠাকুর ঘর করা সম্ভব নয়, তারা বেডরুম বা অন্য কোনো ঘরকে ঠাকুরের আসন বসান। কিন্তু কোন দিকে বসানো উচিৎ? 

{link}

বাস্তুশাস্ত্রে ঈশান কোণকে (উত্তর-পূর্ব দিক) দেবতাদের স্থান হিসেবে গণ্য করা হয়। বাড়ির ঠাকুরঘর বা মন্দির সবসময় এই দিকে হওয়া সবচেয়ে শ্রেয়। এই দিকে মন্দির থাকলে বাড়িতে সুখ-শান্তি বজায় থাকে এবং পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির সঞ্চার হয়। কোনো কারণে উত্তর-পূর্ব দিকে জায়গা না থাকলে বিকল্প হিসেবে উত্তর বা পূর্ব দিক বেছে নেওয়া যেতে পারে। 

{link}

যেখানে মন্দির রাখা অশুভ:

শোওয়ার ঘর: বেডরুম বা শোওয়ার ঘরে মন্দির রাখা দাম্পত্য কলহ বা মানসিক চাপের কারণ হতে পারে। তবে জায়গার অভাবে যদি সেখানেই মন্দির রাখতে হয়, তবে রাতে ঘুমানোর সময় মন্দিরের সামনে অবশ্যই পর্দা টেনে দেওয়া উচিত।

রান্নাঘর: রান্নাঘরের সিঙ্ক (কল) কিংবা উনুন বা চুলার ঠিক ওপরে বা নিচে মন্দির স্থাপন করা বাস্তুসম্মত নয়। সিঁড়ির নিচে: সিঁড়ির নিচের ফাঁকা জায়গায় মন্দির তৈরি করলে তা পরিবারের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

শৌচাগারের পাশে: বাথরুমের দেওয়ালে বা তার ঠিক পাশে, ওপরে বা নিচে মন্দির থাকা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।

{ads}

Vastu Sashtra News God House Decoration Bengali News News Vastu Sastra Update Vastu সংবাদ বাস্তু বাস্তুশাস্ত্র ঠাকুর ঘর

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article