header banner

Hindu Rituals: শবদেহ কেন সব সময় ছুঁয়ে থাকতে হয়? না জেনে ভুল করেন অনেকেই

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: জীবনের শেষ পরিণতি মৃত্যু। এই মৃত্যু নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম  প্রচলিত রীতি আছে। হিন্দু ধর্মেও আছে। হিন্দু (Hindu) ধর্মের নিয়মানুসারে কোনও হিন্দু ব্যক্তির মৃত্যুর পরে শবদেহকে (Dead body) কখনও একা রাখা হয় না। এর পিছনেও রয়েছে বিশেষ কারণ। এবিষয়ে পরিষ্কার ব্যাখ্যা রয়েছে গড়ুর পুরাণে। সেখানে বলা হয়েছে, মৃতদেহকে কখনও একা রাখা উচিত নয়। কেউ না কেউ যেন শব ছুঁয়ে থাকেন। কিন্তু কেন? এপ্রসঙ্গে পৌরাণিক ব্যাখ্যা, বিশেষত রাতের দিকে প্রেতাত্মারা সক্রিয় থাকে। অর্থাৎ শূন্যে অদৃশ্য থেকে তারা বিচরণ করে।

{link}

 এই সময় যদি কোনও শবদেহ অরক্ষিত থাকে, তাহলে সেই দেহের দখল নিতে পারে প্রেতাত্মারা। এর ফলে ঘটে যেতে পারে অনর্থ। এই কারণেই শবদেহকে সব সময় ছুঁয়ে থাকতে হয়। তাকে একা ফেলে যেতে নেই। এরই সঙ্গে আরও একটি কথা বলা হয়েছে। কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর আত্মা শরীর ছেড়ে বেরিয়ে গেলেও তখনই সেই আত্মা দূরে যেতে পারে না। তাকে ঘুরতে হয় শরীর আশপাশেই। সেই সময় যদি ওই ব্যক্তির শবদেহটি একলা পড়ে থাকে, যদি পাশে কোনও আত্মজন না থাকেন, তাহলে সেই আত্মা কষ্ট পেতে পারে।

{ads}

Dead Body Rituals Hindu Rituals Bengali News Rituals Dead Body Hinduism News সংবাদ হিন্দু নিয়ম মৃতদেহ মৃতদেহ সৎকার

Last Updated :

Related Article

Latest Article