header banner

Punya Snan: আজ মকরস্নান না করতে পারেননি? বৃহস্পতিবারও মিলবে পুণ্যস্নানের সুযোগ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মকর স্নানের সময় নিয়ে পন্ডিতদের মধ্যে কিছুটা বিতর্ক প্রথম থেকেই ছিল। সারা দেশ জুড়ে আজ বুধবার পুণ্য স্নান হচ্ছে। কিন্তু কোনো কারণে যারা আজ স্নান করতে পারবেন না, পঞ্জিকা মেনে তারা আগামীকালও পুণ্য স্নান করতে পারেন। সাধারণত, প্রতি বছরই ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি পালন করা  হয়। কিন্তু এই বছর  মকর সংক্রান্তির তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে। কারণ হল ষষ্ঠীলা একাদশীও পড়েছে ১৪ জানুয়ারি, অর্থাৎ আজ। তাই অনেকেই বিষয়টি গুলিয়ে ফেলছেন। তাহলে এবছর মকর সংক্রান্তি কবে? পুণ্য স্নানের সঠিক সময় কখন বুঝে নিন। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ২০২৬ সালের ১৪ জানুয়ারি রাতে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। শাস্ত্র অনুসারে, যদি সূর্যের গোচর রাতে হয়, তাহলে পরের দিন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। এই কারণে, অনেক পণ্ডিত ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি উদযাপনের পরামর্শ দিচ্ছেন । যদিও ঐতিহ্য অনুসারে, দেশের অনেক অংশে আজ ১৪ জানুয়ারিই সংক্রান্তি পালিত হচ্ছে।  

{link}

   জ্যোতিষী এবং পণ্ডিতদের মতে, ১৪ জানুয়ারি অর্থাৎ বুধবার যারা স্নান ও দান করছেন তাঁদের জন্য স্নানের জন্য সবচেয়ে শুভ সময় হবে সকাল ৯:০৩ টা থেকে ১০:৪৮ টা পর্যন্ত। আর যারা বৃহস্পতিবার ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি উদযাপন করবেন, তাঁদের ক্ষেত্রে স্নান ও দান করার জন্য শুভ সময় হবে ভোর ৪ টে থেকে বিকাল ৩ টে পর্যন্ত।

{ads}  

Makar Sankranti Makar Snan Punya Snan 2026 Bengali News Jyotish Astrology সংবাদ মকরস্নান পুণ্যস্নান গঙ্গাসাগর

Last Updated :

Related Article

Latest Article