header banner

Satellite : দেশরক্ষায় কাজ করছে ১০ স্যাটেলাইট

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আকাশ গবেষণায় ও আকাশ প্রযুক্তিতে ভারত যথেষ্ট উন্নত জায়গায় রয়েছে তা সহজেই অনুমান করা যায় অপারেশন সিঁদুর দিয়ে। 'অপারেশন সিঁদুর’ নিয়ে পাকিস্তানের তাবড় জঙ্গি ঘাঁটি থেকে সেনার স্ট্র্যাটেজিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার প্রমাণ দিয়েছে একাধিক স্যাটেলাইট (উপগ্রহ) ছবি।

{link}

ভারতীয় সেনার তরফেও রবিবার বিভিন্ন স্যাটেলাইট-মাধ্যম ছবি তুলে ধরে দেখানো হয়েছে কীভাবে ধূলিস্যাৎ করে দেওয়া হয়েছে পাকিস্তানের একাধিক জায়গা। এদিকে, ভারত ও পাকিস্তানের এই সশস্ত্র সংঘাত পর্বের মাঝে রবিবার আরও এক তথ্য প্রদান করেছেন ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইসরোর প্রধান ভি নারায়ণ। ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েকদিন সশস্ত্র সংঘাত পর্বে প্রযুক্তি একটি বড় ভূমিকা পালন করেছে। আধুনিক যুদ্ধবিদ্যায় প্রযুক্তি বিজ্ঞান, নতুন নতুন অধ্যায় তুলে ধরছে। এই পরিস্থিতিতে স্যাটেলাইটের দ্বারা দেশের সুরক্ষা একটি বড় বিষয়। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ বলেন, দেশের সুরক্ষার জন্যই শুধু ১০ টি স্যাটেলাইট কাজ করছে। এগুলি দেশের স্ট্র্যাটেজিক ক্ষেত্রে ব্যবহৃত হয়, যা দেশের সুরক্ষা ও নাগরিক নিরাপত্তায় ব্যবহৃত হয়।

{link}

সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি’তে এক ভাষণের সময় ভি নারায়ণ বলেন,' আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হরে আমাদের তা করতে হবে স্যাটেলাইটের মাধ্যমে। আমাদের নজর রাখতে হয় ৭ হাজার কিলোমিটারের দীর্ঘ সমুদ্রতীর। আমরা স্যাটেলাইট আর ড্রোন প্রযুক্তি ছাড়া তা করতে পারব না।' তিনি জানান, ইসরোর বহু স্যাটেলাইটই দেশের সাধারণ মানুষের সুবিধার্থে রয়েছে। যেমন কৃষি টেলি মেডিসিন, টেলি এডুকেশন ক্ষেত্রে রয়েছে ভারতের স্যাটেলাইট। এছাড়াও পরিবেশে নজরদারি, আবহাওয়ার পূর্বাভাস, টেলিভিশন সম্প্রচার, খাদ্য নিরাপত্তা ও স্ট্র্যাটেজিক সেক্টরের জন্য ভারতের স্যাটেলাইটগুলি রয়েছে। তিনি বলছেন, স্যাটেলাইটের ভূমিকা দেশকে বহু স্তরে সুবিধা এনে দিয়েছে।'

{ads}

News Breaking News satellites সংবাদ

Last Updated :