header banner

Nigeria : জ্বালানি লুঠ করতে এসে প্রাণ গেলো ১০৫ জনের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  পশ্চিম আফ্রিকার (West Africa) নাইজেরিয়া (Nigeria) এমনিতেই তীব্র আর্থিক সংকটে ভুগছে। মানুষের দু'বেলা খাদ্যের সংস্থান নেই। সেই পরিস্থিতিতে যেভাবে পারে কিছু রোজগারের চেষ্টায় নাইজেরিয়ার মানুষ ব্যস্ত। আর সেই কারণেই প্রাণ গেলো ১০৫ জনের। জানা গিয়েছে, একটি হাইওয়েতে উলটে যায় পেট্রল বোঝাই ট্যাঙ্কার।

{link}

রাস্তায় তেল পড়ে আছে জানতে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। কিন্তু জ্বালানি লুট করার সময়েই ভয়াবহ বিস্ফোরণ ঘটে ট্যাঙ্কারটিতে। মৃত্যু হয় কমপক্ষে ১০৫ জনের। আহত বহু। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই আগুনে ঝলসে প্রাণ হারান ৯৭ জন।  এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়তেও শোকে কাতর হয়ে পরে বিশ্ববাসী। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

{link}

সূত্রের খবর, মঙ্গলবার স্থানীয় সময় মাঝ রাতে উত্তর নাইজেরিয়ার জিগাওয়া প্রদেশের মাজিয়া শহরের একটি হাইওয়েতে উলটে যায় ওই ট্যাঙ্কারটি। গোটা রাস্তায় পেট্রল চুঁইয়ে পড়ে। খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা থেকে জ্বালানি সংগ্রহ করার চেষ্টা করেন। ঠিক তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। কিছু বুঝে ওঠার আগেই আগুনে ঝলসে শতাধিক মানুষ। চারিদিকে ছড়িয়ে পরে হাহাকার।

{ads}

News Breaking News Nigeria West Africa International News সংবাদ

Last Updated :