শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বিশ্ব থেকে প্যালেস্তাইনকে (Palestinian) সম্পূর্ণ মুছে ফেলতে বদ্ধ পরিকর ইসরাইল (Israel)। এমন কি সম্পূর্ণ গাজা (Gaza) দখল করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইলের মন্ত্রীসভা। এই ইস্যুতে ইজরেয়েলের বিরুদ্ধে একজোট হল ২০ মুসলিম দেশ। এই পদক্ষেপকে ‘বিপজ্জনক ও উসকানিমূলক’ বলে মন্তব্য করল মুসলিম দেশগুলি।
{link}
তালিকায় রয়েছে মিশর, সৌদি আরব, তুরস্ক, কাতার, জর্ডনের মতো দেশগুলি। বিরোধিতার সরব হয়েছে রাষ্ট্রসংঘও। ইজরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়েছে অন্তত ২০টি দেশ। নেতানিয়াহুর সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিযোগ তুলেছে মুসলিম দেশগুলি। দেশগুলির তরফে যৌথ বিভ্রিতি দিয়ে জানানো হয়েছে, ‘এই পদক্ষেপ আন্তর্জাতিক বৈধতার বিরুদ্ধে একতরফা পদক্ষেপ। যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন তো বটেই অবৈধ দখলদারিকে বৈধ করার অন্যায় প্রচেষ্টা।"
{link}
মিশর ও সৌদি আরব এই পরিকল্পনাকে প্যালেস্টিনীয়দের বাস্তুচ্যুত করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। সৌদি আরব এই ঘটনার নিন্দা করে জানিয়েছে, প্যালেস্টাইনকে রাষ্ট্রের মান্যতা দেওয়া না হলে ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিকল্পনাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন এই পদক্ষেপ গাজায় মানবিক সংকটকে আরও ভয়াবহ করবে, পণবন্দিদের জীবনকে বিপন্ন করবে এবং প্রচুর সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হবে।