শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ২৫টি অ্যাপ বন্ধ করে দিল কেন্দ্র করল কেন্দ্রীয় সরকার। একাধিক অ্যাপ এবং ওয়েবসাইটে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (ISPs) নির্দেশ দিয়েছে যে তারা যেন ভারতে এগুলির পাবলিক অ্যাক্সেস বন্ধ করে দেয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (MIB) মোট ২৫টি চ্যানেলের ওয়েবসাইট চিহ্নিত করেছে সরকার যেখানে পর্নোগ্রাফিক কন্টেন্ট দেখানো হত। অশ্লীল ভিডিও দেখিয়ে বিপুল টাকা আয় করত সংস্থাগুলি।
{link}
ওই ওয়েবসাইটগুলির মধ্যে রয়েছে, ALTT, ULLU, Big Shots app, Desiflix, Boomex, Navarasa Lite, Gulab app, Kangan app, Bull app, Jalva app, Wow Entertainment, Look Entertainment, Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul app, MoodX, NeonX VIP, Fugi, Mojflix, এবং Triflicks।
{link}
ওই অ্যাপগুলির বিরুদ্ধে বিভিন্ন ধারায় পদক্ষেপ করা হয়েছে, যার মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি আইনের ধারা ৬৭ এবং ধারা ৬৭এ, ভারতীয় ন্যায় সংহিতার ২৯৪ ধারা, এবং মহিলাদের অশ্লীল উপস্থাপনা (নিষেধাজ্ঞা) আইনের, ধারা ৪।
{ads}