শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সারা বিশ্বকে শিউরে দেওয়ার মতো একটা মর্মান্তিক খবর দিতে হচ্ছে আজকের অফবিট নিউজে। ঘটনাটি ঘটেছে ব্যাঙ্ককে (Bangkok)। একটি শিক্ষামূলক ভ্রমণ (educational trip) থেকে ফেরার পথেই দুর্ঘটনার (accident) কবলে পড়ে বাসটি। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
{link}
চলন্ত অবস্থাতেই আচমকা বাসে আগুন ধরে যায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে মধ্যে সেই আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ে। আটকে পড়েন শিক্ষক ও পড়ুয়ারা। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় ২৫ পড়ুয়ার। মৃত সকলের বয়স ৩ বছর থেকে ১৫ বছর। সকলকে উদ্ধারের জন্য ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় দমকলবাহিনী (fire brigade)। সকলের চেষ্টায় আগুন নেভানো হয়। জানা গিয়েছে, ঘটনার সময় বাসে ছিলেন মোট ৪৪ জন। এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়তেই দিশেহারা হয়ে পড়েন সকলে।
{link}
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে স্কুলবাসটির চাকা ফেটে যায়। বিকট শব্দের পরই বাসে আগুন লেগে যায়। পড়ুয়াদের নিয়ে একটি শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল বাসটি। ফেরার পথেই এই ঘটনা ঘটে। ব্যাঙ্ককের পরিবহণ মন্ত্রী সুরিয়া জুংরুংরুয়েংক্তি এই ঘটনায় শোকপ্রকাশ করে জানিয়েছেন, উথাই থানি থেকে আয়ুত্থায়া গিয়েছিল বাসটি। সেখান থেকেই বাসটি ফিরছিল। ব্যাঙ্ককের উত্তরে পাথুম থানিতে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। পড়ুয়াদের দেহ এমন ভাবে ঝলসে গিয়েছে যে, তাদের শনাক্ত করতে সমস্যা হচ্ছে।
{ads}