header banner

Tata group: আত্মনির্ভর ভারতের মাটিতে তৈরী হবে ৪০টি সামরিক বিমান

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : টাটা গোষ্ঠীর মাথায় যুক্ত হতে চলেছে নতুন শিরোপা। 'আত্মনির্ভর ভারত'এর হাত ধরেই দেশের মাটিতে তৈরী হবে ৪০টি নতুন সামরিক বিমান। আর সেই বিমান তৈরিতে হাত থাকবে টাটার। ২৮ অক্টোবর, সোমবার বরোদায় উদ্বোধন করা হবে টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্স। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ এই ইউনিটের উদ্বোধন করবে।

{link}

টাটা-এয়ারবাস যৌথ উদ্যোগে এখানে সামরিক বিমান তৈরি করা হবে। রিপোর্ট অনুযায়ী, বরোদায় অবস্থিত টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সে সি-২৯৫ পরিবহণ বিমান তৈরি করা হবে। এই বিমানগুলি সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। জানা গিয়েছে, এই কমপ্লেক্সেই বিমানগুলিকে তৈরি করা হবে এবং পরীক্ষা করা হবে।এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে, সামরিক ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা বৃদ্ধির জন্যে ২০২১ সালেই এয়ারবাসের সঙ্গে ২১,৯৩৫ কোটি টাকার চুক্তি করেছিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। সেই চুক্তি ছিল ৫৬টি বিমান তৈরির জন্যে। এই আবহে এয়ারবাসের সঙ্গে মিলে সেই চুক্তি বাস্তবায়িত করছে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড। এই ৫৬টির মধ্যে ৪০টি বিমান এয়ারবাস এবং টাটা যৌথভাবে বরোজার এয়ারক্রাফ্ট কমপ্লেক্সে তৈরি করবে।

{link}

২০২৬ সালের সেপ্টেম্বরে এই কমপ্লেক্স থেকে প্রথম বিমান তৈরি হয়ে বের হবে। ২০৩১ সালের অগস্টের মধ্যে আরও ৩৯টি বিমান এই কমপ্লেক্স থেকে তৈরি হয়ে বের হবে। প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবরে মোদী এই টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

{ads}

news breaking news Tata industries aeroplane or airplane tata steal company let RatanTata India PM Modi spanish president সংবাদ

Last Updated :