header banner

CAA: সিএএ লাগু হওয়ায় ৬২ শতাংশ মানুষ বলছেন বিজেপি লাভবান হবে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :দোরগোড়ায় লোকসভা নির্বাচন। সোমবারই লাগু হয়েছে সিএএ। লোকসভা নির্বাচনে এর কেমন প্রভাব পড়বে, তা জানতে সমীক্ষা চালিয়েছিল ইন্ডিয়া টিভি সিএনএক্স। কী উঠে এল সমীক্ষায়?

{link}


জানা গিয়েছে, সিএএ লাগু হওয়ায় ৬২ শতাংশ মানুষ বলছেন বিজেপি লাভবান হবে। ক্ষতি হবে বলে জানাচ্ছেন ২৪ শতাংশ মানুষ। ১৪ শতাংশ মানুষ বলছেন, তাঁরা কিছু জানেন না। সিএএ লাগু হওয়ার ফলে মেরুকরণ হবে বলে জানাচ্ছেন ৭২ শতাংশ মানুষ। ২০ শতাংশ মানুষ মনে করছেন নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না। ৬ শতাংশ মানুষ কোনও মতামত দেননি। ২ শতাংশ মানুষ বলছেন, মুসমানেরা এবার মোদিজিকে চিনতে পারবেন। 
সিএএ লাগু হওয়ায় ৬৫ শতাংশ মুসলমান জানাচ্ছেন তাঁরা উদ্বিগ্ন। দু শতাংশ মানুষ জানাচ্ছেন, তাঁরা উদ্বিগ্ন নন। আর কিছু বলতে চাননি ৩৩ শতাংশ মানুষ।

{link}


সিএএ নিয়ে ভুল বোঝানো হচ্ছে বলে জানিয়েছেন ৩৫ শতাংশ হিন্দু। জ্বালাময়ী ভাষণের জন্য সিএএ নিয়ে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন ২১ শতাংশ মানুষ। মোদি সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দিহান ৩২ শতাংশ মানুষ। আর ১২ শতাংশ মানুষ এ ব্যাপারে কোনও মতামত দেননি। মতুয়া অধ্যুষিত বাংলায় সিএএর কী প্রভাব পড়বে, তাও জানতে চেয়েছিলেন সমীক্ষাকরা। কারণ বাংলার প্রায় ৭০টি বিধানসভা কেন্দ্রে নির্ণায়ক শক্তি মতুয়ারাই। তাই রাজ্যে লোকসভার বেশ কিছু আসনে মতুয়া ভোটাররা যে ফ্যাক্টর হবেন, তা বলাই বাহুল্য।সমীক্ষায় জানা গিয়েছে, হাবড়া এবং বর্ধমান পূর্বে তৃণমূল এগিয়ে। বর্ধমান-দুর্গাপুর এবং বোলপুরে এগিয়ে বিজেপি। এই দুই কেন্দ্রে সিএএ ফসল কুড়োবে গেরুয়া শিবির। 

{ads}


 

News CAA BJP Election Politics সংবাদ

Last Updated :