header banner

USA : আমেরিকায় বিমান দুর্ঘটনায় মৃত ৬৭ জন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আমেরিকায় (America) বিমান দুর্ঘটনায় ৬৭ জনের মৃত্যু হয়েছে - যা সাম্প্রতিককালের একটা উল্লেখযোগ্য ঘটনা। দুর্ঘটনার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা হল সেটা এখনও জানা যায়নি। তবে ওবামার আমলে যেভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীদের নিয়োগ করা হত, তাতে সার্বিকভাবে বিমান নিরাপত্তার মান কমেছে।

{link}

কর্মীদের মধ্যে বৈচিত্র আনতে গিয়েই নাকি অধঃপতন হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের। ট্রাম্পের (Donald Trump) মতে, সাধারণ মানুষ এই কাজ করতে পারবেন না। তার জন্য প্রতিভাবান জিনিয়াস প্রয়োজন। তাহলে নিম্নমানের কর্মীদের জন্যই ভয়াবহ দুর্ঘটনা ঘটল? সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, “এরকম তো হতেও পারে।” কোন যুক্তিতে এমন কথা বলছেন? ট্রাম্পের উত্তর, “আমার তো সাধারণ বুদ্ধি আছে।” এর পরেই আসে আরেকটি প্রশ্ন। আর তাতেই উত্তেজিত হয়ে পারেন ট্রাম্প।

{link}

সাংবাদিকদের মধ্যে একজন প্রশ্ন করেন, ট্রাম্প কি দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন? উত্তরে রিপাবলিকান নেতা কটাক্ষের সুরে বলেন, “আমি কি সাঁতার কেটে যাব নাকি?” তবে ট্রাম্পের সুরেই সুর মেলান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। তাঁর মতে, অশ্বেতাঙ্গদের নিয়োগের জেরেই প্রশ্নের মুখে পড়ছে বিমানের নিরাপত্তা। ট্রাম্প অভিযোগ করেন তার আগের দুই প্রেসিডেন্ট যেভাবে বিমান বাহিনীতে নিয়োগ করে গেছে, সেখানে জিনিয়াস কর্মীরা সেভাবে স্থান পায় নি। এটা দুর্ঘটনার কারণ হতে পারে বলেই তিনি মনে করেন।

{ads}

News Breaking News US Donald Trump সংবাদ

Last Updated :