header banner

Bangladesh : পুজোর আগেই ভাঙা হলো ৮টি দুর্গা প্রতিমা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নতুন বাংলাদেশ (Bangladesh) এমন কিছু একটা আশা করা গিয়েছিল। ঠিক তাই হলো। পুজোর ঠিক আগে ভাঙা হলো ৮টা দুর্গা প্রতিমা। জানা যাচ্ছে, ফরিদপুরের (Faridpur) ভাঙা উপজেলার সদর বাজার এলাকায় একটি হরি মন্দিরে চলছিল আসন্ন দুর্গাপুজোর (Durga Puja) প্রতিমা নির্মাণের কাজ। সেখানে একাধিক দুর্গাপ্রতিমা তৈরি হচ্ছিল বলে জানা গিয়েছে।

{link}

হরি মন্দিরের সাধারণ সম্পাদক তরুণচন্দ্র সাহা বলেন, 'কয়েকদিন আগে মৃৎশিল্পীরা মাটির কাজ শেষ করে গিয়েছেন। বৃষ্টি বাদলা কাটলে প্রতিমা রং করার কাজ শুরুর পরিকল্পনা করছিলাম। মোট ১৪টি প্রতিমা রয়েছে সেখানে। তার মধ্যে ৮টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হরি মন্দির কমিটি পুলিশে অভিযোগ জানায়। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে।

{link}

হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পরে  বাংলাদেশের নতুন সরকারের মধ্যে একটা অংশ আছে যারা হিন্দু বিরোধী, ভারত বিরোধী। এই কাজ তাদের বলেই ধারণা। দুর্গাপুজোর মধ্যে এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের হিন্দুদের মধ্যে। ইতিমধ্যে সেদেশে দুর্গাপুজোর মধ্যে নমাজ চলাকালীন লাউড স্পিকার ও ঢাক বাজানো যাবে না বলে ফতোয়া জারি হয়েছে। যা সংখ্যালঘু হিন্দুদের ধর্মাচরণে বিধিনিষেধ আরোপের চেষ্টা বলে অভিযোগ করা হয়েছে। তার মধ্যে এই ঘটনায় ২০২২ সালে দুর্গাপুজোর মধ্যে বাংলাদেশে হিন্দুবিরোধী হিংসার স্মৃতি ফিরে এসেছে অনেকের মনে। তীব্র ক্ষোভ জমা হচ্ছে ও দেশের সংখ্যালঘুদের মধ্যে।

{ads}

News Breaking News Bangladesh International News Durga Puja Sheikh Hasina Faridpur Politics Politician সংবাদ

Last Updated :