header banner

Viral News: ভক্তিই প্রেমের উৎস! শ্রীকৃষ্ণকেই নিজের জীবনসঙ্গী করে বিবাহ ভারতীয় তরুণীর

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অনেকটাই তিনি মীরা বাই। তার হৃদয় জুড়ে ভগবান কৃষ্ণ। আর তিনি তা প্রমাণ করে ছাড়লেন। প্রেমের ঠাকুরকে ভালোবেসে ভক্তির জোয়ারে ভাসলেন উত্তরপ্রদেশের বাদাউন জেলার বিয়র কাসিমাবাদ গ্রামের ২৮ বছরের তরুণী। স্বেচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। রীতিমতো ধুমধাম করে হল ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান। অভিনব বিয়ের সাক্ষী হল গোটা গ্রাম। বাদাউন জেলার ইসলামনগর থানায় বাড়ি পিঙ্কি শর্মার। স্নাতকোত্তর অবধি পড়াশোনা করা তরুণী আজীবনের সঙ্গী হিসাবে কৃষ্ণমূর্তিকেই বেছে নিয়েছেন! শনিবার যাবতীয় আচার মেনে প্রেমের ঠাকুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

{link}

  রবিবার রীতি মেনে কন্য়াবিদায় অনুষ্ঠিত হয়। পিঙ্কির পরিবার তাঁর ইচ্ছেকেই গুরুত্ব দিয়েছে। ফলে যাবতীয় নিয়ম মেনে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কোলে করে কৃষ্ণমূর্তি নিয়ে সাতপাক সম্পূর্ণ করেন তরুণী। অভিনব বিবাহ অনুষ্ঠানের পর নিজেকে শ্যামের স্ত্রী হিসাবে পরিচয় দেন পিঙ্কি। নিজের সিদ্ধান্তেই যে কৃষ্ণ ঠাকুরকে বিয়ে করেছেন, তার সঙ্গেই যে বাকি জীবন কাটাতে চান, তাও জানিয়েছেন তরুণী। ছোটবেলা থেকেই মেয়ে কৃষ্ণভক্ত, জানান পিঙ্কির বাবা সুরেশ চন্দ্র। আরও জানান যে বৃন্দাবনে গিয়ে একটি ‘অলৌকিক’ ঘটনার সাক্ষী হওয়ার পরেই মেয়ে সিদ্ধান্ত নেয়, মানুষ নয়, ভগবান শ্রীকৃষ্ণকে বিয়ে করবে।

{ads}

Marriage News Viral Video Shree Krishna Bengali News UP Uttar Pradesh News Today Marriage Viral News Update সংবাদ ভারতীয় নারী শ্রীকৃষ্ণ বিবাহ খবর

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article