শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : পহেলগাঁও (Pahalgam) কান্ড নিয়ে যখন ভারত-পাক যুদ্ধের পরিস্থিতি তৈরী হয়েছে, তখন ভারতীয় বায়ুসেনার প্রস্তুতি দেখে সকলে চমকে ওঠে। শুক্রবার রাতে কার্যত দেখা গেল এক বিরল দৃশ্য। রাতের অন্ধকারের মধ্যেই এক্সপ্রেসওয়ে ছুঁয়ে উড়ে যাচ্ছে বায়ুসেনার (air force) একের পর এক যুদ্ধবিমান।
{link}
শুক্রবার রাত প্রায় ৯টা থেকে ১০টা এই ‘ল্যান্ড অ্যান্ড গো’ ড্রিল চলে উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার গঙ্গা এক্সপ্রেসওয়েতে। প্রায় সাড়ে তিন কিলোমিটার জুড়ে চলে সেই মহড়া। শুধু যুদ্ধ প্রস্তুতিই নয়, কোনও বিপর্যয় ঘটলে, উদ্ধারকাজ কীভাবে চালানো হবে, সেটাও ঝালিয়ে নিল বায়ুসেনা। শুক্রবার সকালেও ওই রাজপথেই বায়ুসেনার মহড়া দেখা যায়, তবে রাতের অন্ধকারে এভাবে মহড়া হওয়ায় প্রশ্ন উঠছে, তবে কি রাতের অন্ধকারেই হবে কোনও স্ট্রাইক? সময় এর উত্তর দেবে। পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
{link}
ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। যে কোনও মুহূর্তে বদলা নিতে তৈরি ভারত। পর্যটকদের ধর্মের বিচারে খুন করার বদলা যে নেওয়া হবে, সে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই আবহেই এই মহড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাতের মহড়ায় উড়তে দেখা গিয়েছে রাফায়েল, মিরেজ-২০০০, জাগুয়ার, এএন-৩২ (ট্রান্সপোর্ট এয়ারক্রাফট), এমআই-১৭ হেলিকপ্টার। এমনকী সি-১৩০ জে সুপার হারকিউলিসও উড়তে দেখা গিয়ছে, যা বিগত কয়েক বছরে বিভিন্ন উদ্ধারকাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
{ads}