header banner

Offbeat Story: ঈগলের ধাক্কায় ভাঙল ট্রেনের কাচ! জম্মু কাশ্মীরে আহত ড্রাইভার

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্লেনের সঙ্গে পাখির ধাক্কার খবর মাঝে মাঝে পাওয়া যায়। তাই বলে ঈগলের ধাক্কায় ট্রেনের কাচ ভাঙলো! সাম্প্রতিক সময়ে এমন ঘটনা শোনা যায়নি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বারামুলা-বানিহাল রুটে। অনন্তনাগ রেলওয়ে স্টেশনে ঢোকার আগে হঠাৎ করেই ধেয়ে আসে একটি বিশাল আকারের ঈগল। রেলের এক আধিকারিক জানিয়েছেন, ঈগলটির গতি এতটাই ছিল যে চালকের সামনের কাচের বেশিরভাগটাই ভেঙে পড়ে। ঘটনায় আহত হন চালক। ঘটনার পরেই ট্রেন দাঁড় করিয়ে দিতে বাধ্য হন হন।

{link}

আহত অবস্থায় চালককে নিয়ে যাওয়া হয় অনন্তনাগ রেল স্টেশনে। সেখানেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রেলের ওই আধিকারিক জানান, কাচ ছিটকে এসে আহত হন চালক। রেলের আধিকারিকরা জানাচ্ছেন, একেবারেই এই ঘটনা ব্যতিক্রমী। নর্দান রেল আধিকারিকদের কথায়, কাশ্মীরে এমন ঘটনা একেবারেই অস্বাভাবিক। এত নিচে দিয়ে ঈগলটি কেন উড়ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন রেল আধিকারিকরা। আবহাওয়ার কারণ নাকি অন্য কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান রেল আধিকারিকরা। এই ঘটনার পরেই রেলের তরফে সুরক্ষা সংক্রান্ত যাবতীয় তদন্ত শুরু করেছে রেল।

{ads}

Train Accident Train Accident News Indian Railways Train News Eagle Jammu Kashmir ভারতীয় রেল ট্রেন ট্রেন দুর্ঘটনা

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article