header banner

I.N.D.I.A Alliance: বিরোধী জোটের মধ্যেই বিস্তর ঝামেলা! আদৌ কি মিলবে সফলতা?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে জোট বেঁধেছিল পদ্ম-বিরোধী ২৬টি রাজনৈতিক দল। জোটের নাম হয়েছিল ইন্ডিয়া। সেই জোটকে 'ঘমন্ডিয়া' বলে কটাক্ষ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই জোটের অন্দরেই বেঁধেছে বড় গোল। দিন দুই আগে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে সমন্বয় কমিটির বৈঠক বসেছিল ইন্ডি জোটের। কমিটির ১৪ নম্বর জায়গাটি ফাঁকা রাখা হয়েছিল সিপিএমের জন্য। যদিও সিপিএম জানিয়ে দিয়েছে, জোটে থাকলেও, তৃণমূল থাকায় সমন্বয় কমিটিতে থাকছে না তারা। ইডির তলব পাওয়ায় সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিতে পারেননি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর জন্য। তাতেও বেজায় চটেছিল সিপিএম। করেছিল কড়া সমালোচনাও। তৃণমূলের সঙ্গে একাসনে বসতে আপত্তি থাকায় সিপিএম সমন্বয় কমিটিতে যোগ দিল না বলেই ধারণা রাজনৈতিক মহলের।

{link}
ইন্ডিয়া জোটে রয়েছে কংগ্রেস। তবে অভিষেককে ইডির তলব প্রসঙ্গে বেসুরো বঙ্গ রাজ্য কংগ্রেস শিবির। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, এই তদন্তের দাবি পশ্চিমবঙ্গের বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত মানুষ করেছে। আমরা চেয়েছি সিবিআই তদন্ত হোক, চোরেদের ধরা হোক, দুর্নীতিগ্রস্তদের ধরা হোক। 
{ads}

news INDIA Alliance BJP Sharad Pawar Loksabha Elections সংবাদ

Last Updated :