header banner

Israel-Lebanon : ইসরাইল ও লেবাননের যুদ্ধের নতুন অধ্যায় শুরু হয়ে গেল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পৃথিবী কবে যুদ্ধমুক্ত হবে? সেই প্রশ্নর কোনো উত্তর কারোর কাছে নেই। ওদিকে রুশ-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধ আর এদিকে মধ্য প্রাচ্যের যুদ্ধ। ইসরাইল (Israel) ও ফিলিস্তিন (Palestine) যুদ্ধের মধ্যেই শুরু হয়ে গেছে ইসরাইল লেবাননের (Lebanon) যুদ্ধ। ইতিমধ্যেই লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল। পাল্টা জবাবে হিজবুল্লাও (Hezbollah) ৩০০টি মিসাইল দিয়ে হামলা চালায়। ইজরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলেই জানা গিয়েছে।

{link}

হিজবুল্লার কম্যান্ডার ফুয়াদ সুকরের হত্যার পরই ইজরায়েলে বড় মাপের হামলা চালানোর ঘোষণা করে। রবিবার সকালেই ইজরায়েল প্রথম হামলা শুরু করে। লেবাননে তারা হামলা চালায়। ইজরায়েলের সেনা, আইডিএফ জানিয়েছে, ইজরায়েলে বড় মাপের হামলার পরিকল্পনা করছিল হিজবুল্লা। অদূর ভবিষ্যতে যুদ্ধ থামার কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। ইসরাইলে হিজবুলার বড়ো আক্রমনের আগেই আক্রমন করে দিলো ইসরাইল। ইজরায়েল জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লার কয়েক হাজার রকেট লঞ্চারকে ধ্বংস করেছে ইজরায়েলি যুদ্ধবিমান।

{link}

হিজবুল্লা উত্তর ও মধ্য ইজরায়েলে হামলার পরিকল্পনা করেছিল বলেই দাবি সে দেশের সেনার। ইতিমধ্যেই ইজরায়েলে আয়রন ডোমও সক্রিয় করা হয়েছে, যা হিজবুল্লার ছোড়া মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস করে দিচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাও বিবৃতি জারি করে বলেছে, তাদের প্রধান ফুয়াদ সুকরকে হত্যার বদলা নিতে ইজরায়েলে ড্রোন দিয়ে এয়ার স্ট্রাইক শুরু হয়েছে। 

{ads}

News Breaking News Israel Palestine Lebanon Russia-Ukraine Hezbollah Israel-Lebanon International News Israeli warplanes সংবাদ

Last Updated :