header banner

Kathmandu : কাঠমান্ডুতে ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বুধবার সকালেই ঘটে গেলো এই মর্মান্তিক ঘটনা। সূত্রের খবর,টেকঅফ করবার সময় কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। বুধবার নেপালের কাঠমান্ডুতে  (Kathmandu) ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, বিমানে মোট ১৯ জন যাত্রী ছিলেন। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ।

{link}

জানা গিয়েছে, কাঠমান্ডুতে  থেকে পোখরা (Pokhara) যাচ্ছিল বিমানটি। ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর (International Airport) থেকে টেক অফের সময়ই মুখ থুবড়ে ভেঙে পড়ে বিমানটি। মোট ১৯ জন যাত্রী ছিল বিমানে। দুর্ঘটনায় (accident) ১৮ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ৫ জন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো সমস্ত সামনে না আসলেও অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি এর কারণ। সমাজ মাধ্যমে ওই জ্বলন্ত বিমানের বহু ছবি ছড়িয়ে পরে। মানুষ দ্রুত বিমান বন্দরের সঙ্গে যোগাযোগ শুরু করে।

{link}

সোশ্যাল মিডিয়ায় ( Social Media) ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বিমানটির একাধিক ভিডিয়ো সামনে এসেছে । তাতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে বিমানটি। কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। বিমানটি শৌর্য্য এয়ারলাইন্সের ছিল বলে জানা গিয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রানওয়ে থেকে স্কিড করে গিয়েছিল বিমানের চাকা। টেক অফের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। কাঠমান্ডু পুলিশ ও দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।

{ads}

News Breaking News Kathmandu International Airport accident Pokhara Social Media airplane Police firemen plane crashed rescue সংবাদ

Last Updated :