header banner

Chinese college : পরীক্ষায় ফেল করে ছুরি হাতে হামলা ছাত্রের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  চিনের (china) নতুন প্রজন্মের মানসিকতা নিয়ে এবার সত্যি নতুন করে গবেষণা করা দরকার। তা না হলে বার বার করে কেন ঘটছে এমন নির্মম ঘটনা? আগেও ঘটেছে। এবার সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। পরীক্ষায় ফেল করে স্নাতক হতে পারেননি। সেই রাগে কলেজে ছুরি হাতে হামলা চালাল ২১ বছর বয়সি এক কলেজ পড়ুয়া। এই হামলায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছে আরও ১৭ জন।

{link}

এই নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটল চিনে। সম্প্রতি এই হামলার ঘটনা ঘটেছে চিনের জিয়াংসু প্রদেশের ইয়িক্সিং শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজি’-তে ছুরি নিয়ে হামলা চালায় এক তরুণ। অভিযুক্ত ওই কলেজেরই পড়ুয়া। চলতি বছর স্নাতক পরীক্ষা দিয়েছিল সে। তবে পরীক্ষায় ফেল করে। সেই রাগে কলেজে ফিরে এসে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে অভিযুক্ত। এই খবর ছড়িয়ে পড়তে মুহূর্তে পুলিশ এসে বহু কষ্টে ওই ছাত্রকে গ্রেফতার করে।

{link}

কিন্তু প্রশ্ন উঠেছে, কেন এই নির্মম মানসিকতা? হামলার জেরে ৮ জনের মৃত্যুর পাশাপাশি ১৭ জন আহত হয়েছেন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ওই ছাত্র পুলিশের জেরায় স্বীকার করেছে, ফেল করার জেরে প্রচণ্ড রাগে কলেজ এসে হামলা চালিয়েছে সে। যদিও চিনে এই ধরনের হামলার ঘটনা এই প্রথমবার নয়। সাধারণ জনগণ যাতে আগ্নেয়াস্ত্র রাখতে না পারে তার জন্য সরকার কড়া পদক্ষেপ নিলেও বার বার এমন ঘটনায় প্রশ্ন উঠছে চিনের নাগরিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে। চলতি বছরে ৬ বার ছুরি হাতে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে চিনে। 

{ads}

News Breaking News International News china Chinese college Murder সংবাদ

Last Updated :