শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে মানুষ দিনে বা সপ্তাহে গড়ে কত ঘন্টা করে কাজ করেন তার হিসাব চলছে বিশ্বময়। ভারতের মতো বেশিরভাগ দেশের মানুষ ৬ দিন কাজ করেন ও ১দিন বিশ্রাম নেন। কোনো কোনো ক্ষেত্রে ৫ দিন কাজ করে ২ দিন বিশ্রাম নেন। কিন্তু আশ্চর্য রীতি চালু আছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে (Vanuatu)।
{link}
একবার ভাবুন তো প্রতি সপ্তাহে মাত্র এক দিন কাজ আর ৬দিন ছুটি হলে কেমন হত? শুনেই মনটা খুশি হয়ে ওঠে না! অলীক কল্পনা মনে হলেও এমন নিয়ম কিন্তু প্রবর্তিত আছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে। ওয়ার্ক কালচারের দিক থেকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ছোট্ট দেশটি। এই দেশটি বিশ্বের সবচেয়ে কম গড় কর্মঘণ্টার জন্য বিখ্যাত। এই দেশে প্রতি সপ্তাহে মানুষ গড়ে মাত্র ২৪.৭ ঘণ্টা কাজ করে। ভাবলে অবাক হতে হয়। ভানুয়াতুর এই স্বল্প কর্মঘণ্টার সংস্কৃতি তাদের সমাজ ও সংস্কৃতির গভীরে প্রোথিত। এখানে মানুষ ব্যক্তিগত সুখ, পরিবার সঙ্গে সময় কাটানোকে অধিক , বন্ধু-বান্ধব এবং আপনজনের সঙ্গে সময় কাটানোকে বিশেষ গুরুত্ব দেয়।
{link}
এই মনোভাব কর্মজীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনের সুষম সমন্বয় সাধনের জন্য বিশেষ ভাবে সাহায্য করে। অন্যদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সাপ্তাহিক কাজ করার সময় এর প্রায় দ্বিগুণ। কখনও কখনও তারও বেশি। আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) এক প্রতিবেদন অনুসারে ভুটানে ৬১% কর্মজীবী প্রতি সপ্তাহে ৪৯ ঘণ্টার বেশি কাজ করেন। ভারতে সেই হার ৫১%, বাংলাদেশে ৪৭% এবং পাকিস্তানে ৪০%। এই অতিরিক্ত চাপের মধ্যে কাজ কর্মীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে বলে জানাচ্ছেন মনরোগ বিশেষজ্ঞরা।
{ads}