header banner

India news: মহারাষ্ট্রের থাণেতে ট্রেনের একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ফের একবার যাত্রী সুরক্ষা সঙ্কটে। ট্রেন যাত্রা এখন যাত্রীদের চরম ও অন্যতম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ট্রেন পরিষেবা বিঘ্নিত হচ্ছে। যার ফলে স্বাভাবিকভাবেই ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের।

{link}

মঙ্গলবার ওড়িশার ভদ্রকের কাছে একটি দুর্ঘটনা ঘটে। এরপর মহারাষ্ট্রের থাণেতে (Thane)  বুধবার ট্রেনের একটি ইঞ্জিন কাসারা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ঘটনার পরেই কেন্দ্রীয় রেল তরফে জানানো হয় মেল বা এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনে যারা যাতায়াত করছেন, তাঁদের পৌঁছতে দেরি হবে কারণ ট্রেন লেট করবে। যদিও চলতি বছরে দেখা গিয়েছে ট্রান লেট খুব সাধারণ একটা বিষয় হয়ে উঠেছে।

{link}

কেন্দ্রীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নিল নীলা এই মর্মে জানান, কাসারা স্টেশন ইয়ার্ডে বেলা ১২টা ২০ নাগাদ ট্রেনের একটি ইঞ্জিন বেলাইন হয়ে যায়। হতাহতর খবর নেই। তবে ঘন ঘন ট্রেন বেলাইন-সহ দুর্ঘটনার খবরের ফলে রীতিমত আতঙ্কিত যাত্রীরা। এই ঘটনার ফলে লোকাল ট্রেন পরিষেবার ক্ষেত্রে কোনও প্রভাব পড়েনি।

{ads}

news breaking news train Mumbai Maharastra India train accident সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article