শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : একাধিক কারণেই এই প্রশ্ন সামনে এসেছে। রাশিয়া মনে করে এর জন্য দায়ী আগের বাইডেন প্রশাসন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনের উপর থেকে আমেরিকা প্রদত্ত অত্যাধুনিক অস্ত্রের প্রয়োগ থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। অর্থাৎ এখন চাইলেই রাশিয়াকে অত্যাধুনিক অস্ত্রের সাহায্যে আক্রমণ করতে পারে ইউক্রেন। আগামীদিনে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে আমেরিকার নীতি বদলাতে পারে ভেবেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন বলে খবর। ফলে তীব্র ক্ষুব্ধ রাশিয়া।
{link}
এই নিয়ে রাশিয়ার প্রতিক্রিয়া সামনে এসেছে। সোমবার রাশিয়ার লমেকার মারিয়া বুটিনার কথায় সেই আশঙ্কাই প্রকাশ পেয়েছেন। আর তার জন্য আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকেই দায়ী করেছেন মারিয়া বুটিনা। সূত্রের খবর, প্রথমে ATACMS রকেট ব্যবহার করে হামলা চালানো হতে পারে। এই রকেট ১৯০ মাইল আব ৩৬০ কিলোমিটার পর্যন্ত হামলা করতে পারে। এরপরেই মুখ খুলেছেন মারিয়া বুটিনা। তিনি বলেন, “বাইডেন প্রশাসন ক্ষমতায় থাকতেই যুদ্ধ পরিস্থিতিকে সর্বাধিক খারাপ পর্যায়ে নিয়ে যেতে চাইছে। আমার আশা ট্রাম্প এই সমস্যা সমাধান করবেন। নাহলে পরিস্থিতি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ অবধি গড়াতে পারে। যা কারও জন্যই মঙ্গলজনক নয়।”
{link}
রাশিয়ার উচ্চকক্ষের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রথম উপপ্রধান ভ্লাদিমির জাবারভ জানিয়েছেন ইউক্রেন আমেরিকার মিসাইল ব্যবহার করে আক্রমণ করলে মস্কো সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবে। তিনি বলেন, “এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে খুব বড় পদক্ষেপ।”
{ads}