header banner

Breaking News : দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বাকযুদ্ধ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অবৈধ বসবাসকারীদের দেশ থেকে সরে যেতেই হবে - ট্রাম্পের (Donald Trump) এই ঘোষণার পরে ভারত রাজি হয়ে প্রায় ১৮ হাজার ভারতীয়কে ফিরিয়ে আনার কথা জানিয়েছে। ওদিকে কলম্বিয়া অধিবাসীদের ফেরৎ নেবে না বলে জানিয়েছিলেন। কিন্তু দুটি বিমানে চাপিয়ে ‘অনুপ্রবেশকারী’ দের কলম্বিয়ায় ফেরত পাঠানো হয়। কিন্তু ওই দুটি বিমানকে নিজেদের দেশে প্রবেশের অনুমতি দেননি কলম্বিয়ার (Colombia) প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো (Gustavo Petro)।


{link}

তিনি জানিয়ে দেন, ‘অনুপ্রবেশকারী’ সমস্যা মেটাতে ভালোভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত আমেরিকার (America)। সোশাল মিডিয়ায় এই নিয়ে বাকযুদ্ধও শুরু হয়ে যায় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। কলম্বিয়ার এই সিদ্ধান্তের পরেই পালটা আঘাত হানেন ট্রাম্প। স্পষ্ট জানিয়ে দেন, কলম্বিয়ার আমদানি-রপ্তানি শুল্ক ২৫ শতাংশ বাড়ানো হচ্ছে। শুধু তাই নয়, কলম্বিয়ার নাগরিকরা আমেরিকায় ঢুকতে পারবেন না, এমন নিষেধাজ্ঞাও জারি করেন ট্রাম্প। আমেরিকায় নিযুক্ত কলম্বিয়ার আধিকারিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেন তিনি।

{link}

এমন ‘হুমকি’র মুখে পড়ে নিজের অবস্থান থেকে সরে আসেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। রবিবার গভীর রাতে পেত্রোর প্রশাসন জানায়, আমেরিকা থেকে আসা কলম্বিয়ার নাগরিকদের গ্রহণ করবে তারা। মার্কিন মুলুক থেকে ‘তাড়িয়ে’ দেওয়া নাগরিকদের যেন সসম্মানে দেশে স্বাগত জানানো হয়, তার জন্য বিশেষ টিমও গঠন করেছে কলম্বিয়া। তবে আমেরিকাকে তাদের বার্তা, দেশে ফেরত পাঠালেও ‘অনুপ্রবেশকারী’দের যথাযথ সম্মান দিক ট্রাম্প প্রশাসন।

{ads}

News Breaking News Donald Trump America Colombia Gustavo Petro সংবাদ

Last Updated :