header banner

Delhi Blast: বিস্ফোরণ কান্ডের সঙ্গে যোগ! দিল্লির আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে সাসপেন্ড করলো AIU

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দিল্লির বোমা বিস্ফোরণ কান্ড ক্রমেই জটিল হয়ে উঠছে। বেশ বোঝা যাচ্ছে একজন বা দুজন নয়, একটা গোটা প্রতিষ্ঠান জঙ্গি শিবিরকে সমর্থন করছে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়েছে একাধিক সন্ত্রাসবাদীর নাম। এবার দিল্লির সেই আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে সাসপেন্ড করল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ (এআইইউ)। প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে সুপথে থাকতে হবে, এই আদর্শ বহন করে এআইইউ। সংস্থার তরফে জানানো হয়েছে, আল ফালাহ বিশ্ববিদ্যালয় আপাতত সুপথে নেই। তাই এআইইউ থেকে তাদের বহিষ্কার করা হল। অন্যদিকে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলও জানিয়েছে তারা পদক্ষেপ করবে এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে।   ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার এবং বেশ কয়েকজন চিকিৎসকের গ্রেপ্তারির সঙ্গেই জড়িয়ে যায় আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। তারপরই দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

{link}

  সূত্রের খবর, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে। যদিও বিতর্কের মাঝে বুধবার মুখ খুলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা সাফ জানিয়ে দিয়েছে, ধৃতদের সঙ্গে হাসপাতালের কোনও সম্পর্ক নেই। তাদের দাবি, ধৃতরা ওই হাসপাতালে কাজ করতেন। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। কিন্তু দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবি এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল। গত চার দিনে অন্তত ৮ জন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই নাশকতা ছড়ানোর অভিযোগ রয়েছে। এবং সকলের সঙ্গে কোনও না কোনওভাবে জড়িয়ে রয়েছে এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম।

{ads}

Delhi Blast News Bengali News Al Falah University Delhi Blast Update AIU West Bengal Doctor Arrest সংবাদ দিল্লি বিস্ফোরণ কান্ড খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article