শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : গত ১৯ তারিখ থেকে শুরু হয়ে গেছে পাকিস্তানে চ্যাম্পিয়ান ট্রফি। নিরাপত্তার অভাবের কারণে ভারত প্রথমেই ভারতীয় দল পাঠাবে না জানিয়ে দিয়েছে। এবার সামনে আসলো আরও ভয়ঙ্কর খবর। খবরটি প্রকাশ করেছে পাকিস্তানের গুপ্তচর বিভাগ। এই মুহূর্তে পাকিস্তানে (Pakistan) বিদেশি অতিথিদের ভিড়। ৭টি ক্রিকেট দল ছাড়াও বহু ক্রিকেটপ্রেমী, বিদেশি আধিকারিক গিয়েছেন সেদেশে। সেই সুযোগেই বড়সড় অপরাধের ছক কষছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট।
{link}
পাক গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স অর্থাৎ ISKPর সদস্যরা পাকিস্তানে আসা বিদেশিদের অপহরণ করার কথা ভাবছে। মুক্তিপণ হিসাবে বিরাট অঙ্কের অর্থ পেতেই অপহরণের ছক কষা হচ্ছে। পাকিস্তানী গুপ্তচর বাহিনীর খবর অনুযায়ী সমস্ত রকম প্রাথমিক প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে। প্রশ্ন উঠেছে, অপহরণ করে তাদের রাখবে কোথায়? পাকিস্তানী গুপ্তচর বাহিনী সূত্রে খবর, অপহরণের পর বিদেশিদের আটকে রাখতে বিশেষ ‘সেফ হোমে’র ব্যবস্থাও করেছে জঙ্গিরা। মূলত শহরতলি এলাকায় থাকছে সেফ হোম, যেখানে সিসিটিভি বা অন্য কোনওভাবে নজরদারি নেই।
{link}
মোটরবাইক বা সাইকেল ছাড়া সেখানে যাওয়ার উপায়ও নেই। বিদেশিদের অপহরণ করার পর রাতের অন্ধকারে তাঁদের এই সেফ হোমগুলিতে সরিয়ে নিয়ে যাওয়া হবে। সেখানেই আটকে রাখা হবে বিদেশিদের। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বিদেশিদের সরিয়ে নিয়ে যাবে জঙ্গিরা। এমন ছকের খবর পেয়েই দেশজুড়ে সতর্কতা জারি করেছে পাক গোয়েন্দা বিভাগ। এই নিয়ে সতর্ক বার্তা আসতে শুরু করেছে বিদেশের বহু প্রান্ত থেকে। পাকিস্তান পুলিশ চূড়ান্ত তৎপর হয়ে উঠেছে।
{ads}