header banner

Abu Qatal : পাকিস্তানে খতম আবু কাতাল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারতে বহু জঙ্গি হামলার নেপথ্যে ছিল এই আবু কাতাল। এবার জঙ্গিদের হাতেই তার মৃত্যু হলো। কাশ্মীরে বহু হামলার নেপথ্যে মূল চক্রী ছিল সে। কুখ্যাত লস্কর জঙ্গি হাফিজ সইদ সরাসরি নির্দেশ দিত তাকে। দীর্ঘদিন ধরে ভারতের নিরাপত্তা আধিকারিকদের র‍্যাডারেও ছিল সে। পাকিস্তানে খতম লস্কর ই তৈবার সেই শীর্ষ কম্যান্ডার আবু কাতাল (Abu Qatal)।

{link}

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি অনুযায়ী, শনিবার রাতে খুন হয়েছে লস্করের মুখ্য অপারেশন কম্যান্ডার। গুলি করে হত্যা করা হয়েছে তাকে। কে বা কারা আবু কাতালকে নিকেশ করল, সেটা অবশ্য এখনও জানা যায়নি। কুখ্যাত ওই লস্কর জঙ্গির মৃত্যু নিয়ে পাকিস্তানে (Pakistan) সরকারও এখনও কিছু জানায়নি। তবে কাতালের মৃত্যু যে লস্করের জন্য বিরাট ধাক্কা তাতে সন্দেহ নেই। বিশ্বের সমস্ত জঙ্গিদের পরিনাম এটাই হয়। তবে এর পিছনে পাকিস্তানের কোনো হাত আছে কিনা জানা যাচ্ছে না।

{link}

এই আবু কাতাল ছিল ভারতের কাছে ভয়ঙ্কর। ভারতের একাধিক জঙ্গি হামলার শীর্ষে ছিল সে। শোনা যায়, খোদ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ কাতালকে লস্করের সঙ্গে যুক্ত করে। হাফিজের নির্দেশেই সে কাজ করে। হাফিজ সইদ তাকে ভারতে হামলার নির্দেশ দিত। সেই নির্দেশ মেনে পুরো হামলার ছক কষা এবং প্রশিক্ষিত জঙ্গিদের দিয়ে সেই নাশকতার কাজটা করানোই ছিল কাতালের মূল কাজ। এর পাশাপাশি কাশ্মীর থেকে জঙ্গি নিয়োগ করা, পাকিস্তানে বসে ভারতে জঙ্গি নেটওয়ার্ক পরিচালনা করার মতো কাজে সিদ্ধহস্ত ছিল সে।

{ads}

News Breaking News Abu Qatal Pakistan সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article