header banner

Afganistan Earthquake: আবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, পড়ুন বিস্তারিত

article banner

Afganistan Earthquake: আবার ভূমিকম্প। সাতসকালে শক্তিশালী ভূমিকম্পে পুনরায় কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে অনুযায়ী  ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। উল্লেখ্য গত  শনিবারও ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পন অনুভূত হয়েছিল আফগানিস্তনে। লাগাতার তিনটি কম্পনের কারণে  অনেক  ক্ষয়ক্ষতি হয়, প্রাণ হারায়  ৪ হাজারেরও থেকেও বেশি মানুষ। এই রেশ কাটতে না কাটতে এই দিন  আবার ভূমিকম্প  আফগানিস্তানে। তবে এখনো পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় না।

{link}

একটি সংবাদ সংবাদ সংস্থা সূত্রে খবর, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফে জানানো হয়েছে, বুধবার আবার  ভূমিকম্প হয় আফগানিস্তানে। উত্তর-পশ্চিম আফগানিস্তানে কম্পন হয়েছে বলে খবর মিলেছে। রিখটার স্কেলের অনুসারে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উত্‍সস্থল ছিল। গত শনিবারই ভয়ঙ্কর ভূমিকম্প হয় আফগানিস্তানে। সেই দিনও ভূমিকম্পে মাত্রা ছিল ৬.৩। পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছিল। উল্লেখ্য শনিবারের ওই ভূমিকম্পে ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। এই বিষয় জানায় আফগানিস্তান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে।  ২০টিরও বেশি গ্রাম সম্পূর্ণ ধূলিসাত্‍ হয়ে গিয়েছে, ভূমিকম্পের কারণে  ধসে গিয়েছে ২ হাজারেরও বেশি বাড়িঘর। বেশ কিছু বাড়ি বাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সরকার তাদের প্রত্যেকে ক্ষতিপূরণ দেবে বলে সূত্রের খবর মিলেছে।

{ads}

news Afganistan Earthquake Natural Disaster সংবাদ

Last Updated :