শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ট্রাম্প (Donald Trump) দ্বিতীয়বার ক্ষমতায় এসেই এমন অনেক সিদ্ধান্ত নিচ্ছেন, যাতে তার দেশের অনেকেই ক্ষুব্ধ হচ্ছেন। ইতিমধ্যে ভারতকে (India) ট্রাম্প শত্রু বানিয়ে তুলেছে বলে ওই দেশের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এবার হার্ভাডের পথেই এবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (University of California)। শিক্ষা প্রতিষ্ঠানটির অনুদান বন্ধের অভিযোগ উঠল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দায়ের হয়েছে মামলাও।
{link}
জানা গিয়েছে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের লেবার ইউনিয়নের তরফে মামলাটি দায়ের করা হয়েছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং পড়ুয়াদের কণ্ঠ রোধ করতে চাইছে মার্কিন প্রশাসন। তাই জন্য এধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি ক্যাম্পাসে ইজরায়েল বিরোধী প্রচার এবং প্যালেস্টাইনকে সমর্থনের জেরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৮৭৫৮ কোটি টাকা) জরিমানার কথা ঘোষণা করেছিল ট্রাম্প সরকার। তারপরই এই অনুদান বন্ধের অভিযোগ উঠল।
{link}
প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে গত বছর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইজরায়েল-বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হল হার্ভার্ড এবং কলম্বিয়ায়া বিশ্ববিদ্যালয়। তবে সেই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়তেও। কিন্তু তা সহ্য হয়নি মার্কিন প্রেসিডেন্টের। বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে তিনি একাধিক কঠোর পদক্ষেপ করেন। ট্রাম্পের অভিযোগ, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে আন্দোলনের আড়ালে আসলে ইহুদি বিদ্বেষে ছড়ানো হয়েছিল।
{ads}