header banner

Afghanistan : আবার আফানিস্তান সীমান্তে হানা পাক সেনাদের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আফগান ও পাক সীমান্ত সম্প্রতি বেশ উত্তপ্ত। একাধিক জঙ্গি সংগঠন এখানে সক্রিয়। কিছুদিন আগেই বেশ কয়েকজন পাক সেনার মৃত্যু হয়েছে। এবার আক্রমন করলো পাক সেনা। মঙ্গলবার পাক সেনার তরফে দাবি করা হয়েছে, আফগানিস্তানের (Afghanistan) দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান চালিয়ে ৩০ জন জঙ্গিকে হত্যা করেছে তাঁরা।

{link}

যদিও কোন জঙ্গি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পাক সেনার এই অভিযান তা স্পষ্ট করে জানানো হয়নি। পাক সেনার দাবি অনুযায়ী, দক্ষিণ ওয়াজিরিস্তানের কাবায়লি জেলায় এই অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে সন্ত্রাসবাদীদের গতিবিধি চরম আকার নিয়েছে। আফগানিস্তান ঘেঁষা সীমান্তবর্তী এই অঞ্চলে আফগান জঙ্গিদের লাগাতার যাতায়াত ছিল। পাকিস্তান চিরকাল ভারতে জঙ্গি তৎপরতা বাড়িয়ে দিয়েছে। এবার তার ফল নিজেরই ভোগ করছে। আফগানিস্তান সরকার খুবই ক্ষুব্ধ পাকিস্তানের বিরুদ্ধে।

{link}

তার মধ্যে ভারত আফগানিস্তান দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। পাকিস্তানের মাটিতে শরিয়ত আইন লাগুর পাশাপাশি সীমান্তবর্তী রাজ্য দখলের ষড়যন্ত্র চালাচ্ছিল তারা। ওই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই তলানিতে নেমেছিল যে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি রয়েছে। মৃত জঙ্গিদের কাজ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেও দাবি সেনার। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথাব্যাথার অন্যতম বড় কারণ তেহরিক-ই-তালিবান বা টিটিপি জঙ্গিরা। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান এই জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। সেখান থেকে প্রায়শই পাক সেনাবাহিনীর উপর চলে মারণ হামলা।

{ads}

News Breaking News Afghanistan সংবাদ

Last Updated :