header banner

All Party Meeting: ২ ডিসেম্বর শীতকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকের ডাক কেন্দ্রের

article banner

All Party Meeting: শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে প্রথা মেনে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্র। অধিবেশন শুরু হবে ৪ ডিসেম্বর। সর্বদলীয় বৈঠক হবে এর ঠিক দু দিন আগে, ২ ডিসেম্বর। কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। মন্ত্রী জানান, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে ৪ ডিসেম্বর। চলবে ১৯ তারিখ পর্যন্ত। এই অধিবেশনে ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইন প্রতিস্থাপনের লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হতে পারে। মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগের বিলটি উত্থাপিত হতে পারে।

{link}
এই অধিবেশনে উঠতে পারে মহুয়া ইস্যুও। তৃণমূলের এই সাংসদকে নিয়ে ঝড় উঠতে পারে অধিবেশনে। পেশায় ব্যবসায়ী হিরানন্দ দর্শানির কাছ থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের এই তৃণমূল সাংসদের বিরুদ্ধে। ঘটনার জেরে মহুয়াকে তলব করেছিল সংসদের এথিক্স কমিটি। সেই কমিটির বৈঠক ছেড়ে মাঝপথেই মহুয়া বেরিয়ে যান বলে অভিযোগ। পরে মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করে এথিক্স কমিটির। সুপারিশ করা হয়েছে তদন্ত শুরুরও। মহুয়ার সাংসদ পদ থাকবে না খোয়াতে হবে, তা নিয়েও আলোচনা হতে পারে আসন্ন অধিবেশনে।

{link}
প্রথা অনুযায়ী, সর্বদলীয় বৈঠক ডাকা হয় অধিবেশন শুরুর ঠিক আগের দিন। সেই নিয়ম মানতে গেলে অধিবেশন ডাকতে হত ৩ ডিসেম্বর। কারণ অধিবেশন শুরু হচ্ছে ৪ ডিসেম্বর। তবে যেহেতু ৩ ডিসেম্বর পাঁচ রাজ্যের নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার কথা, তাই সর্বদল বৈঠক ডাকা হয়েছে ২ ডিসেম্বর।       
{ads}

news BJP All Party Meeting India সংবাদ

Last Updated :