header banner

Vote: ৬টি কেন্দ্রেই কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  বাংলার ৬ কেন্দ্র সহ সারা ভারতে ১১টি রাজ্যে ৩৩টি কেন্দ্রে উপনির্বাচন চলেছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর এখন পর্যন্ত ভোট শান্তিপূর্ণ। রাজ্যে ৬টি কেন্দ্রেই কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে সিতাইতে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫৮টি QRT। মাদারীহাট ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৮৪টা QRT, নৈহাটি ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫৮ টা QRT, হাড়োয়া ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৭০টা QRT, মেদিনীপুর ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৭০টা QRT, তালডাংরা ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৯৪টা QRT। নির্বাচন কমিশন জানিয়েছে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী আরও বাড়ানো হবে। কিন্তু ভোটে গন্ডগোল হতে দেবো না।

{link}

  সকাল থেকেই হারোয়া ও নৈহাটি থেকে গন্ডগোলের সংবাদ আসতে থাকে। এর মধ্যে সিতাইতে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫৮টি QRT। মাদারীহাট ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৮৪টা QRT, নৈহাটি ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫৮ টা QRT, হাড়োয়া ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৭০টা QRT, মেদিনীপুর ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৭০টা QRT, তালডাংরা ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৯৪টা QRT।

{link}

হাড়োয়া 200 নং বুথের অভিযোগ শুনে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে পোলিং স্টেশনের ভেতরের পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তার দাবি, বুথের ভেতরে জায়গা সীমিত, তবে যে অভিযোগ উঠছে, ইভিএম রাখার জায়গা নিয়ে, তা পুরোপুরি ভিত্তিহীন। EVM ঠিক জায়গায় আছে। কমিশনে অভিযোগ জমা পড়তেই, জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

{ads}

news breaking news politics politician vote selection West Bengal India সংবাদ

Last Updated :