header banner

Karnataka : দেশের অর্থমন্ত্রীর বিরুদ্ধে 'তোলাবাজির' অভিযোগ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :'নির্বাচনী বন্ড' - রাজনৈতিক দলগুলোর কাছে অবৈধ ইনকামের একটা বড়ো রাস্তা হয়ে উঠেছিল। এই ব্যাপারে বিজেপি, কংগ্রেস, তৃণমূল সমান তালে এগিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে তা প্রকাশ্যে আনতে বাধ্য হয় সমস্ত রাজনৈতিক দল। আর সেই নির্বাচনী বন্ড নিয়েই তোলাবাজির অভিযোগ উঠলো অর্থমন্ত্রী সীতারমনের বিরুদ্ধে। কর্নাটকের ‘জনাধিকার সংঘর্ষ সংগঠন’-এর তরফে আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি ওই অভিযোগ করেছেন।

{link}

শনিবার সেই অভিযোগের প্রেক্ষিতেই এমন নির্দেশ দিল আদালত। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নির্মলার ইস্তফা দাবি করেছেন। জানা গিয়েছে, অভিযোগ কেবল নির্মলার বিরুদ্ধে নয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কর্নাটকের বিজেপি নেতা নলীনকুমার কাতিল ও বি ওয়াই বিজয়েন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আদর্শ। খুবই সংকটে এবার বিজেপি।

 {link}

বাস্তবিক স্পষ্ট বোঝা যায়, এই নির্বাচনী বন্ড রাজনৈতিক দল গুলোর তোলাবাজির একটা বড়ো মাধ্যম হয়ে উঠেছিল। তবে এটা ঠিক ভারতের বামদলগুলো কোনো নির্বাচনী বন্ড নেয় নি।অভিযোগ, কর্পোরেট সংস্থাগুলিকে কোটি কোটি টাকার ইলেক্টোরাল বন্ড কিনতে বাধ্য করা হয়েছিল ইডি দিয়ে তল্লাশি চালানোর চাপ দিয়ে। বিজেপির জাতীয় ও রাজ্য স্তরের নেতারা এতে জড়িত বলে। আর সেই সঙ্গেই তিনি অভিযুক্ত করেছেন নির্মলা-সহ গেরুয়া শিবিরের নেতানেত্রীদের। এদিকে এই অভিযোগের জবাবে বিজেপির দাবি, এই অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনী বন্ড একটি নীতিগত বিষয়, অপরাধমূলক নয়।

{ads}

News Breaking news Karnataka news politician সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article