header banner

Houthi : আমেরিকা হামলা চালিয়ে যাচ্ছে হাউথিদের বিরুদ্ধে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ইরান (Iran) কোনো কারণেই আমেরিকার কাছে মাথা নোয়াবে না। আর যুদ্ধপ্রেমী ট্রাম্প (Donald Trump) তা মেনেও নিতে পারছে না। ফলে ইরানের মদতপুষ্ট হাউথি গোষ্ঠীর উপর প্রবল হামলা চালালো মার্কিন সেনা। সশস্ত্র হাউথি গোষ্ঠী বহুদিন ধরেই লোহিত সাগরে হামলা চালিয়ে যাচ্ছে। এবার সেই বিদ্রোহীদের বড় ধাক্কা আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হাউথি ঘাঁটিতে হানা মার্কিন সেনার। ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে।

{link}

ট্রাম্পের হুঁশিয়ারি, হাউথিরা না থামলে তাদের উপরে নরক নেমে আসবে। আর যদি ইরান আমেরিকার বিরুদ্ধে এসে দাঁড়ায়? ট্রাম্পের বার্তা, ”তোমাদেরই সম্পূর্ণ দায়ী করবে আমেরিকা। এবং আমরা মোটেই নরম মনোভাব নিয়ে চলব না।” স্বাভাবিক কারণেই ট্রাম্পের মুখে এই যুদ্ধর সুর সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না। সূত্রের খবর, আমেরিকা আপাতত লাগাতার আক্রমণ চালিয়ে যাবে হাউথিদের বিরুদ্ধে। কয়েক সপ্তাহ দীর্ঘ হতে পারে হামলার সময়কাল। ট্রাম্প মসনদে ফেরার পর থেকে এটাই মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন হামলা। জানা যাচ্ছে, মার্কিন বিমানবাহী জাহাজ থেকে যুদ্ধবিমান দিয়ে হামলার পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হয়েছিল।

{link}

নিহত ২৪ জনের মধ্যে ইয়েমেনের রাজধানী সানায় নিহত হয়েছেন ১৩ জন সাধারণ নাগরিক। আহত ৯। হামলায় নিহত বাকি ১১ জনের মধ্যে চারজন শিশু ও একজন মহিলা রয়েছেন। সাদায় হওয়া ওই হামলায় আহত ১৪ জন। নিজের সোশাল মিডিয়া ‘ট্রুথ’-এ ট্রাম্পকে লিখতে দেখা গিয়েছে, ‘সমস্ত হাউথি জঙ্গিদের প্রতি, তোমাদের সময় শেষ। এবং আজ থেকেই তোমাদের সমস্ত হামলা থামাতে হবে। যদি না থামাও, তাহলে তোমাদের উপরে এমন নরক নেমে আসবে যা তোমরা কখনও দেখোনি।’ একেই বলে আসল 'দাদাগিরি'।

{ads}

News Breaking News Iran Donald Trump US Houthi সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article