শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে ধনকুবের 'আদানি' (Gautam Adani) ভারতের কাছে বিশেষ করে ভারত সরকারের কাছে অনেকটাই 'গলার কাঁটা' হয়ে আছে। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ আমেরিকার। তার বিরুদ্ধে অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ভারতীয় মুদ্রায় যা ২২০০ কোটি টাকারও বেশি। ওই বরাত পেলে আগামী ২০ বছরে ২০০ কোটি মার্কিন ডলার লাভের মুখ দেখত আদানি গোষ্ঠী।
{link}
গৌতম আদানির পাশাপাশি তাঁর ভাইপো সাগরও এই মামলায় অভিযুক্ত। সংবাদমাধ্যম সূত্রে খবর, গৌতম ও সাগর দু’জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। নিন্দুকেরা বলেন, এই আদানির সঙ্গে খুবই ঘনিষ্ঠ বিজেপির একাধিক নেতা মন্ত্রী। এখন অবস্থাটা বেশ জটিল জায়গায় দাঁড়িয়ে আছে। এই ঘটনায় উঠে এসেছে এক রহস্যময় ব্যক্তির নাম। তাঁর নাম ‘ফরেন অফিশিয়াল #১’। জানা গিয়েছে, তিনি অন্ধ্রপ্রদেশের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক।
{link}
২০১৯ সালের মে মাস থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। আর তাঁকেই মোট ঘুষের অঙ্কের ১৭৫০ কোটি টাকা দেওয়া হয়েছিল। এহেন পরিস্থিতিতে গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যাঁ-পিয়ের। তিনি বলেন, “আদানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেটা আমরা জানি। তবে এই নিয়ে বিচার দপ্তর বিশদে জানাতে পারবে। আমি শুধু এটুকু বলতে পারি, ভারত এবং আমেরিকার সম্পর্ক খুবই দৃঢ়। আন্তর্জাতিক ক্ষেত্রে নানা বিষয়ে দুই দেশ একে অপরের সহযোগী।” এখন দেখার, ভারতের পক্ষ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয় কিনা!
{ads}