header banner

Russia : আবার ভূমিকম্প! কেঁপে উঠল রাশিয়া

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মাত্র দিনচারেকের ব্যবধানে ফের কেঁপে উঠল রাশিয়া (Russia)। রবিবার সেদেশের কুরিল দ্বীপ (Kuril Islands) সংলগ্ন এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রায় কম্পন অনুভূত হয়। তবে বড়মাপের কম্পন হলেও ওই অঞ্চলে এখনও সুনামি সতর্কতা জারি হয়নি। উল্লেখ্য, লাগাতার ভূমিকম্পের (earthquake) জেরে কামচাটকার (Kamchatka Peninsula) ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি ফের জেগে উঠেছে। ৬০০ বছর পর ফের এই আগ্নেয়গিরিটি সক্রিয় হয়েছে। গত বুধবার সকালে ৮.৮ মাত্রার বিরাট কম্পনে কেঁপে ওঠে রাশিয়া।

{link}

ভূমিকম্পের উৎপত্তিস্থল রাশিয়ার পূর্ব ক্ষেত্র কামচটকা পেনিনসুলা । ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে আমেরিকা, জাপান-সহ একাধিক দেশে কম্পন অনুভূত হয়। ঘটনার পর রাশিয়ার উপকূলবর্তী অঞ্চলে সুনামির বিরাট ঢেউ দেখা যায়, যার উচ্চতা প্রায় ১৩ ফুট। ঘটনার পর জারি করা হয় সুনামি সতর্কতা। উপকূলের মানুষকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

{link}

এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ফের কম্পন রাশিয়ায়। বিশ্লেষকরা মনে করছেন, বুধবারের ভূমিকম্পের আফটার শকেই রবিবার ফের কেঁপেছে পূর্ব রাশিয়ার বেশ কিছু এলাকা। অনুমান করা গিয়েছে, আগামী কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে আফটার শক চলবে। রবিবার ভূমিকম্পের খানিক পরেই রুশ সংবাদসংস্থার তরফে জানানো হয়, ৬০০ বছর পর জেগে উঠেছে সেদেশের কামচাটকা এলাকার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি। তবে এখনও পর্যন্ত সেখানে অগ্নুৎপাতের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

{ads}

News Breaking News Russia Kamchatka Peninsula earthquake সংবাদ

Last Updated :