header banner

Amritsar : আবারও বিস্ফোরণের শব্দ, অমৃতসরে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পাকিস্তান চরম আঘাত খেয়েও রণে ভঙ্গ দিচ্ছে না। ভারতের হামলার আশঙ্কায় শেষ পর্যন্ত এয়ারস্পেস বন্ধ করতে বাধ্য হল পাকিস্তান (Pakistan)। আপাতত শনিবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ পাকিস্তানি এয়ারস্পেস। জম্মু উধমপুরে শোনা যাচ্ছে ভারী বিস্ফোরণের শব্দ। শহরের মধ্যে আকাশ ঢেকে যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলিতে।

{link}

জম্মু, পাঠানকোট, শ্রীনগর, উধমপুর লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করছে পাকিস্তান। প্রায় প্রতি ২ মিনিট অন্তর শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। অমৃতসরে ভোর ৫টায় বিমান হামলার সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়। ভোর ৫টায় অমৃতসরে ড্রোন হামলার আরেকটি প্রচেষ্টা ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে দেয়। সকালে অমৃতসরে (Amritsar) আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেল। শুক্রবার ভারতীয় সেনার তরফে অভিযোগ করা হয় যে অসামরিক বিমানগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। তারপরই আকাশসীমা বন্ধ করল ইসলামাবাদ।

{link}

রাতে পঞ্জাবের সিরসায় বিস্ফোরণের পর শব্দ পাওয়া গিয়েছে। খাজা খেদা গ্রামের মাঠে পাওয়া গেল পাক মিসাইলের ধ্বংসাবশেষ। শনিবার সকালে সেগুলো দেখতে ভিড় জমে গেল মানুষের। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন। কাশ্মীরে মিলল পাক যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, যুদ্ধবিমান নিয়ে ঢোকার চেষ্টা করেছে পাকিস্তান। তবে এখনও পর্যন্ত ভারত এ বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। এদিকে ভারতের পাশে দাঁড়ানোর জন্য গোটা দেশকে আহ্বান জানিয়েছে বালোচ বিদ্রোহীরা। ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে সমর্থন করা উচিত বলেও মন্তব্য করা হয়েছে ওই চিঠিতে।

{ads}

 

News Bengali News Amritsar সংবাদ

Last Updated :