header banner

CAB : ফের দেশের জাতীয় পতাকার অবমাননা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভুল সকলের হতে পারে। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াই শিক্ষিত মানুষের কাজ। আর সি. এ.বি সেই শিক্ষা নিচ্ছে না। কয়েক দিন আগে ইডেনে মহা সমারোহে ভারত-ইংল্যান্ডের (India-England) মধ্যে টি২০ (T20) আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হল। সেই ম্যাচে জাতীয় পতাকার অবমাননা করে বিতর্কে জড়িয়েছিল সিএবি (CAB), তার রেশ কাটতে না কাটতেই ফের দেশের জাতীয় পতাকার অবমাননা! তাও আবার প্রজাতন্ত্র দিবসে।

{link}

রবিবার সারা দেশের মতো বঙ্গ ক্রিকেটের সদর দপ্তরেও ৭৬তম সাধারণতন্ত্র দিবস পালিত হল। সিএবির ক্লাব হাউসে জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আর সেখানেই শুরু বিতর্ক। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সিএবির ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেই দেখা গেল জাতীয় পতাকার উল্টো প্রদর্শন।

{link}

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা উপলক্ষ্যে সিএবির সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে জাতীয় পতাকার অ্যানিমেশনের ছবি পোস্ট করা হয়। একটি ছবিতে দেখা যায় ইডেনের উপরে ড্রোন থেকে জাতীয় পতাকা উড়ছে। কিন্তু সেই ছবি ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। কারণ সেই ছবি দেখা যাচ্ছে জাতীয় পতাকার উল্টো প্রদর্শন। ধিক্কার জানিয়েছে নাগরিক মহল। অনেকেই মনে করেন, জাতীয় পতাকার অবমানার নয় আইনত ব্যবস্থা নেওয়া উচিত।

{ads}

News Breaking News India-England CAB সংবাদ

Last Updated :