শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ফের কানাডায় (Canada) ভেঙে পড়লো বিমান। এক ভারতীয় সহ মৃত্যু ২ জনের। ঘটনাটি শনিবার ঘটলেও তা প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। জানা গিয়েছে, এদিন স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিট নাগাদ নিউফান্ডল্যান্ডের ডিয়ার লেকের কাছে আচমকা ভেঙে পড়ে পাইপার নাভাজো টুইন-ইঞ্জিন বিমানটি।
{link}
উড়ানের ভিতর দু’জন যাত্রী ছিলেন। তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ভারতীয়। তাঁর নাম গৌতম সন্তোষ। তিনি কেরলের বাসিন্দা। তবে এই দুর্ঘটনায় পাইলটেরও মৃত্যু হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। ঘটনায় শোকপ্রকাশ করেছে কানাডার ভারতীয় দূতাবাস। তারা তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘নিউফাউন্ডল্যান্ডে একটি বিমান দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
{link}
এই ঘটনায় গভীর শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। আমরা তাদের সঙ্গে যোগাযোগও রাখছি। তাদের সবধরনের সহযোগীতা করা হবে।’ কিন্তু কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
{ads}