শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ইসরাইলে শান্তি ফেরার ইঙ্গিত তো দেখা যাচ্ছে না। হামাসের সঙ্গে চলেছে যুদ্ধবিরতি। আর ঠিক সেই মুহূর্তেই আবার জঙ্গি হানা। তেল আভিভে পর পর তিনটি বাস বিস্ফোরণে উড়ে যায়। এই ঘটনাকে জঙ্গি হানা হিসাবেই দেখছে ইজরেয়েলি (Israel) পুলিশ। এদিকে, এর পালটা ওয়েস্টব্যাঙ্কে সেনা অভিযানের নির্দেশ দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)।
{link}
এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে গাজায়। কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে ওয়েস্টব্যাঙ্কও। বন্দুকধারীদের সন্ত্রাসী কার্যকলাপ রুখতে সেখানে হামলা চালাচ্ছে ইজরায়েলি ফৌজ। প্রশ্ন উঠছে, নেতানিয়াহুর নির্দেশের পর এবার গাজার মতোই পরিণতি হবে ওয়েস্টব্যাঙ্কের? বৃহস্পতিবার তেল আভিভের দক্ষিণ প্রান্তে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ইজরায়েলি প্রশাসন জানিয়েছে, প্রথমে তিনটি বাস বিস্ফোরকে উড়ে যায়। আরও দুটি বাসেও বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিস্ফোরকগুলো ফাটেনি।
{link}
তবে ডিপোতে দাঁড়িয়ে থাকা বাসগুলো ফাঁকা থাকায় কোনও প্রাণহানি ঘটেনি। ঘটনাস্থল থেকে মোট চারটি বিস্ফোরক যন্ত্র উদ্ধার হয়েছে। এক বিবৃতি দিয়ে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, এই ঘটনার তদন্তে পুলিশকে সহযোগিতা করছে ইজরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট। এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। তবে সন্দেহভাজনদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি সকল নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে
{ads}