header banner

Taliban : পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের পিছনে কি তালিবান?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের পিছনে কি তালিবান (Taliban)? অন্তত পাকিস্তানের (Pakistan) গুপ্তচর বাহিনীর তেমনই ধারণা। যদিও এই বার্তায় যথেষ্ট ক্ষুব্ধ আফগানিস্তান (Afghanistan)। তারা এই তথ্য অস্বীকার করে বলেছেন, পাকিস্তান সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রচার করছে। জাফরা এক্সপ্রেস (Jaffar Express) অপহরণের ঘটনায় বালোচ বিদ্রোহীদের কবল থেকে উদ্ধার করা গিয়েছে পণবন্দিদের। প্রায় ৩০ ঘণ্টা তাঁরা ছিলেন বালোচ লিবারেশন আর্মির হাতে বন্দি। আর এই ঘটনায় তালিবান-যোগ দেখছে পাক প্রশাসন।

{link}

কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তালিবান। আফগানিস্তানের বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি পেশ করে জানিয়েছে, ‘পাক সেনার মুখপাত্র বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী ট্রেনে হামলার ঘটনাকে আফগানিস্তানের সঙ্গে যুক্ত করার ভিত্তিহীন অভিযোগ করছেন। এই অভিযোগকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে। পাকিস্তানকে অনুরোধ, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করে নিজস্ব নিরাপত্তা এবং অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দিকে মনোনিবেশ করতে।’ একটা বিষয় যথেষ্ট স্পষ্ট হচ্ছে যে পাকিস্তান ও আফগান সম্পর্ক একদম তলানিতে এসে ঠেকেছে।

{link}

প্রসঙ্গত, মঙ্গলবার বালোচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে যাচ্ছিল যাত্রীবাহী জাফার এক্সপ্রেস। পাক সেনাকর্মী থেকে শুরু করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও নিরাপত্তা বাহিনীর অনেকেই ছিলেন ওই ট্রেনে। সকাল ৯টা নাগাদ কোয়েটা থেকে ছাড়ে ট্রেনটি। এরপর দুপুর নাগাদ প্রায় ৫০০ যাত্রী-সহ এই ট্রেনের দখল নেয় বালোচ বিদ্রোহীরা। তাদের দাবি ছিল, ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। তা না হলে পণবন্দিদের খুন করা হবে। শেষ পর্যন্ত পাকিস্তানী সেনা ভিনি উদ্ধার করে সেই ট্রেন। যদিও তাদের পক্ষে বেশ কয়েকজন সেনাকে মৃত্যু বারণ করতে হয়।

{ads}

News Breaking News Pakistan Jaffar Express Taliban সংবাদ

Last Updated :