header banner

Pori Moni : অভিনেত্রীর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রীর সহজ প্রশ্ন, বাংলাদেশে হচ্ছেটা কি? ব্যস, এতেই ক্ষেপে লাল মৌলবাদীরা। ক্ষুব্ধ সরকার। জারি হলো গ্রেফতারি পরোয়ানা। সমস্যার সূত্রপাত একটা শোরুম উদ্বোধন নিয়ে। টাঙ্গাইলের শোরুম উদ্বোধন করার কথা ছিল বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় অভিনেত্রী পরী মনির (Pori Moni)। গত কয়েকদিন ধরে নিজের ফেসবুকে সে কথা প্রচার করছিলেন তিনি।

{link}

কিন্তু শেষ পর্যন্ত যেতেই দেওয়া হল না পরি মনিকে। অভিযোগ, মৌলবাদীদের জন্য যেতে দেওয়া হয়নি তাঁকে। আর এই ঘটনার পরের দিনই অভিনেত্রীর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। শোরুম উদ্বোধনে যেতে বাধা পাওয়ার পর নিজের ফেসবুকে একটি স্টেটাস দেন পরী মনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। তিনি লেখেন -"এত চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে! ইনসিকিওর ফিল হচ্ছে। স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা। ধর্মের দোহাই দিয়ে কী প্রমাণ করতে চলেছেন তাঁরা? কী আর বলার আছে!

{link}

এ দেশে সিনেমা-বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক।”ব্যস, আর যায় কোথায়! এই পোস্ট সামনে আসার পর পুরনো একটি মামলায় জারি হয় গ্রেফতারি পরোয়ানা। এক ব্যবসায়ীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে পরীর বিরুদ্ধে বছর চারেক আগে একটি মামলা হয়েছিল। অবশেষে মিলেছে স্বস্তি। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়ে এসেছেন পরী মনি। তার ভক্তদের স্পষ্ট কথা, এভাবে শিল্পীর স্বাধীনতা হরণ করা কোনো গণতান্ত্রিক রীতি হতে পারে না। তারা এর প্রতিবাদ জানিয়েছে।

{ads}

News Bangladesh Breaking News Pori Moni Actress সংবাদ

Last Updated :