header banner

Zubeen Garg: পেশায় অসম পুলিশের ডিএসপি! গায়কের মৃত্যুর তদন্তে এবার গ্রেফতার তাঁরই নিজের তুতো ভাই

article banner

তথাগত ঘোষ: বিখ্যাত অসমীয় গায়ক জুবিন গর্গের মৃত্যুর তদন্তে ফের প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। এবার তাঁর মৃত্যুর তদন্তে পুলিশের হাতে গ্রেফতার হলেন গায়কেরই নিকটাত্মীয়। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, অসম পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID) -এর স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) –এর পক্ষ থেকে বুধবার জুবিন গর্গের এক খুড়তুতো ভাই কে গ্রেফতার করা হয়েছে। পেশায় তিনি একজন পুলিশ অফিসারও বটে। গত মাসে সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর ঘটনাকে নিয়ে চলতে থাকা তদন্তেই এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।  

{link}
সূত্রের খবর, ধৃত ব্যক্তির নাম সন্দীপন গর্গ (Sandipan Garg)। তিনি অসম পুলিস সার্ভিস (APS) –এর একজন অফিসার এবং বর্তমানে অসমের কামরূপ জেলার আইন ও শৃঙ্খলা বিভাগের ডেপুটি সুপারিটেন্ডেন্ট পদে রয়েছেন। আদালতের পক্ষ থেকে সন্দীপনকে জুবিন গর্গের মৃত্যুর তদন্তে সাতদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দীপন গর্গের গ্রফতারির খবর প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। 

{link}
জানা গিয়েছে, সন্দীপন গর্গ প্রয়াত গায়কের সঙ্গেই সিঙ্গাপুর গিয়েছিলেন। গত মাসের 19 তারিখে জুবিন গর্গ স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। তাঁর মৃত্যুর সময়ে ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন অসম পুলিশের এই অফিসার। প্রসঙ্গত, এটি জুবিন গর্গের মৃত্যুর তদন্তে হওয়া পঞ্চম গ্রেফতারি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে চারজন ব্যক্তিকে গ্রেফতার করেছে অসম পুলিসের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। 
এই প্রসঙ্গে অসম পুলিশের সিআইডি বিভাগের স্পেশাল ডিজিপি MP Gupta জানিয়েছেন, “আমরা জিজ্ঞাসাবাদের পর আজ সন্দীপন গর্গ কে গ্রেফতার করেছি। যেহেতু বর্তমানে তদন্ত চলছে আমরা এই বিষয়ে এর থেকে বেশি কিছু জানাতে পারব না। আমরা তাকে আদালতের কাছে পেশ করব এবং পুলিশি হেফাজতের আবেদন করা হবে।“ প্রসঙ্গত, বর্তমানে এমপি গুপ্তাই জুবিন গর্গের মৃত্যুর তদন্তে গঠিত হওয়া এই 10 জন সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) –এর নেতৃত্বে রয়েছেন।  

{link}
গ্রেফতার করার আগে, পুলিশের তরফে চার দিন ধরে সন্দীপন গর্গ কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দীপন পরিচয়ে জুবিনের খুড়তুতো ভাই। এর পূর্বে ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে সিআইডির পক্ষ থেকে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভাল (NEIF) –এর আয়োজক শ্যামকানু মহান্তকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে গ্রেফতার হয়েছেন গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী এবং গায়ক অমৃতপ্রভ মহান্ত। সন্দীপন গর্গ ছাড়া বাকি চারজনও বর্তমানে সিআইডির হেফাজতে রয়েছেন।   

{ads}

Zubeen Garg Death Investigation Zubeen Garg News Zubeen Garg Death Sandipan Garg News Entertainment জুবিন গর্গ জুবিন গর্গ মৃত্যু

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article