শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) প্রবল ঘূর্ণিঝড় (Cyclone) হেলেনের (Helen) তান্ডবে কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে। আটলান্টিক মহাসাগরে (Atlantic Ocean) উদ্ভূত ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্য। স্হলভাগে আছড়ে পড়ার পর এই ঝড় কিছুটা দুর্বল হয়ে পড়লেও এর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
{link}
৪০ লক্ষেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। বহু ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান নিষ্প্রদীপ। ঝড়ের ফলে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন, যার মধ্যে অনেকের জন্য পুনরুদ্ধার কাজ চলছে। জর্জিয়া (Georgia), ফ্লোরিডা (Florida), উত্তর ও দক্ষিণ ক্যারলিনা এবং ভার্জিনিয়ায় (Virginia) এই ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রভাব পড়েছে। জর্জিয়ায় ১১৫-টি বহুতল এতোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার বাসিন্দারা আটকে পড়েছেন।
{link}
তাদের নিরাপদে উদ্ধারের কাজ চলেছে। উত্তর ক্যারোলিনায় ইউনিকই কাউন্টি হাসপাতালের ভেতরে জল ঢুকে ৫০ জন রোগী ছাদে আটকে পড়েছেন। হ্যারিকেনের তান্ডবে জলমগ্ন হয়ে পড়ায় ২৯০-টি রাস্তা বন্ধ করে দিতে হয়েছে। ফ্লোরিডায় যেকোন রকম সাহায্যের জন্য মোতায়েন করা হয়েছে জাতীয়রক্ষী। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই মার্কিন রাষ্ট্রপতি জো-বাইডেন (Joe Biden) ফ্লোরিডা, জর্জিয়া, দুই ক্যারোলিনা ও আলাবামায় জরুরী অবস্হা ঘোষণা করেন।
{ads}