header banner

London : ভারতের বিদেশমন্ত্রী ওপর হামলার চেষ্টা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কানাডায় এতদিন প্রায় মুক্তাঞ্চল হয়ে উঠেছিল খালিস্থানপন্থী উগ্রবাদীদের। এবার তার ছায়া লন্ডনে । এই মুহূর্তে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর (S. Jaishankar) লন্ডনে। আজ, বৃহস্পতিবার লন্ডনে চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। সেই অনুষ্ঠান শেষে তিনি যখন ফিরছিলেন, তখন গাড়ি থেকে নামার সময় তাঁর ওপর হামলার চেষ্টা করা হয়।

{link}

তাঁকে হেনস্থা করা হয়। এদিকে জয়শংকরের ওপর হামলার ঘটনার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, জয়শংকরের গাড়ির দিকে ছুটে যাচ্ছে এক ব্যক্তি। সেখানে ভারতীয় জাতীয় পতাকা ছেঁড়ে সেই ব্যক্তি। সামনেই লন্ডনের পুলিশ আধিকারিক ছিল। তবে সেই হামলাকারী ব্যক্তিকে সরাতে কিছুই করেনি সেই পুলিশকর্মীরা। এদিকে সেই ভিডিয়োতে আরও দেখা যায়, কয়েকজন খালিস্তান সমর্থক হলুদ পতাকা ধরে আছে এবং বিক্ষোভ দেখাচ্ছে।

{link}

তাদের মুখে ভারত বিরোধী শ্লোগান। বছরের পর বছর ধরে, অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্যের মতো দেশগুলিকে খালিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রী মোদী ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করেছেন। কয়েকবছর ধরে কানাডা এবং ব্রিটেনে এই খলিস্তানিদের তাণ্ডব আরও বেড়েছে।ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে তীব্র প্ররিক্রিয়া দেওয়া হয়েছে এই ঘটনার।

{ads}

News Breaking News S. Jaishankar London attack সংবাদ

Last Updated :