header banner

Abhishek Banerjee : ভারতের ঐক্য ভাঙার চেষ্টা ব্যর্থ হবে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারত-পাকিস্তানের বর্তমান অবস্থার বার্তা নিয়ে বিশ্বে ঘুরে বেড়াচ্ছে ভারতের প্রতিনিধি দল। জাপান হয়ে দঃ কোরিয়ায় (South Korea) পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দল। সোমবার, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে (Seoul) ভারত-দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ এক বৈঠকে এভাবেই পাকিস্তানের মুখোশ খুললেন সংসদীয় দলের প্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

{link}

সাফ জানালেন, ভারতের ঐক্য ভাঙতে সন্ত্রাসবাদের কাছে মাথা নত করার প্রশ্নই নেই। শুধু ভারত নয়, গোটা বিশ্বই আজ জঙ্গিদমনে হাতে হাত ধরে কাজ করুক, সেই আবেদনও জানালেন অভিষেক। বিশ্বমঞ্চে ‘সন্ত্রাসী’ পাকিস্তানের মুখোশ খুলতে উপমহাদেশে ঘুরছে সংসদীয় প্রতিনিধি দল। এর নেতৃত্বে রয়েছেন জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা। 

{link}

রবিবার সিওলে সেখানকার প্রতিনিধিদের সঙ্গে ভারত-দক্ষিণ কোরিয়ার সুসম্পর্ক তুলে ধরতে রবীন্দ্রনাথের কবিতার কথা উল্লেখ করেছিলেন অভিষেক। আর সোমবার সিওলে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে পাকিস্তানকে কার্যত তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বললেন, ”আমরা বিশ্বকে বলতে চাই, পাকিস্তানকে সমর্থন করার অর্থই হল সন্ত্রাসবাদে মদত দেওয়া। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও হামলা শুধুমাত্র ভারতের জাতীয় সুরক্ষায় আঘাত নয়। এটা এখন গোটা বিশ্বের কাছে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।"

{ads}

News Breaking News Abhishek Banerjee সংবাদ

Last Updated :